মুম্বইয়ে একসঙ্গে টিম হোটেলে যোগ দিচ্ছেন অশ্বিন-মিতালিরা

ইংল্যান্ড সফরে (England Tour) একসঙ্গে যাওয়ার কথা বিরাট কোহলি (Virat Kohli) ও মিতালি রাজদের (Mithali Raj)। তার জন্য এ বার মুম্বইয়ের (Mumbai) টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতীয় পুরুষ আর মহিলা ক্রিকেট দলের ক্রিকেটাররা। ধাপে ধাপে টিম হোটেলে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। ৭ দিনের কোয়ারান্টিন (Quarantine) পর্ব শেষ হলে ২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বিরাট-মিতালিরা।

| Updated on: May 19, 2021 | 9:19 PM
কোভিডবিধি মেনে চার্টার্ড ফ্লাইটে মহম্মদ সিরাজ।

কোভিডবিধি মেনে চার্টার্ড ফ্লাইটে মহম্মদ সিরাজ।

1 / 5
বিসিসিআইয়ের তরফে এই ছবি শেয়ার করা হয়েছে।ক্যাপশনে লেখা "প্রথম স্টপেজ মুম্বই।"

বিসিসিআইয়ের তরফে এই ছবি শেয়ার করা হয়েছে।ক্যাপশনে লেখা "প্রথম স্টপেজ মুম্বই।"

2 / 5
দূরত্ববিধি মেনে বসেছেন মিতালি রাজরা।

দূরত্ববিধি মেনে বসেছেন মিতালি রাজরা।

3 / 5
 কলকাতা নাইট রাইডার্সের তরফ গিল-পন্থের ছবি শেয়ার করা হয়েছে।

কলকাতা নাইট রাইডার্সের তরফ গিল-পন্থের ছবি শেয়ার করা হয়েছে।

4 / 5
২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বিরাট-মিতালিরা। ইংল্যান্ডে গিয়েও টিম হোটেলে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে ক্রিকেটারদের।

২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বিরাট-মিতালিরা। ইংল্যান্ডে গিয়েও টিম হোটেলে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে ক্রিকেটারদের।

5 / 5
Follow Us: