ফিয়ারলেস ক্রিকেট। ইংল্যান্ড টিম সেই ট্রেন্ড তৈরির চেষ্টা করেছিল। দেশেরটিতে তাদের পাল্টা দিলেন যশস্বী জয়সওয়াল। কথা হচ্ছিল বাজবল নিয়ে, দেখা গেল ‘জ্যাজ-বল’। হায়দরাবাদ টেস্টে ৭৪ বলে ৮০ রানের ইনিংসে টোন সেট করেছিলেন। বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। রাজকোটে প্রথম ইনিংসে মাত্র ১০ রান। আর দ্বিতীয় ইনিংসে! প্রশংসার অতীত ইনিংস। তার নানা কারণও রয়েছে। ফের কী ভাবে রেকর্ড ডাবল সেঞ্চুরি হল! যশস্বী যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাজকোটে ৪৩৪ রানের বিশাল জয়। বড় জয়ে অবদান রয়েছে যশস্বীর। তৃতীয় দিন সেঞ্চুরির পরই ব্যাকস্প্যাজম হয়। চোটের কারণে মাঠ ছাড়েন যশস্বী। চতুর্থ দিন শুভমনের আউটে ফের ব্যাট হাতে নামেন যশস্বী। টানা দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি। ২১৪ রানে অপরাজিত রইলেন যশস্বী। এই ম্যাচে তাঁর ডাবল সেঞ্চুরির মোটিভেশন কোথা থেকে এল! সেই কথাই শোনালেন ভারতের এই তরুণ ওপেনার। বলছেন, ‘প্রথম ইনিংসে রোহিত ও জাড্ডু ভাই যে ভাবে ব্যাট করেছে, সেটাই আমাকে মোটিভেট করেছে।’
টেস্ট ক্রিকেট মানে যে সেশনের খেলা, অল্প সময়েই উপলব্ধি করতে পেরেছেন। যশস্বীর কথায়, ‘এই ইনিংসে শুরুটা সতর্ক করেছিলাম। মনে হয়েছিল, পিচে বোলারদের জন্য কিছুটা সহায়তা রয়েছে। আমার দায়িত্ব দলকে একটা ভালো স্টার্ট দেওয়া। সে কারণেই ক্রিজে পড়ে থাকতে চেয়েছিলাম।’ ছোট্ট কেরিয়ারেই বড় বড় সাফল্য যশস্বীর ঝুলিতে। অল্পেতে খুশি নন। সিনিয়ররা বলেছেন, সুযোগ কাজে লাগাতে। যশস্বী সেই মন্ত্রেই এগতে চান।