আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি টিমে নেই কোনও ভারতীয়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 19, 2022 | 6:15 PM

গত মরসুম থেকই দুরন্ত ফর্মে রয়েছেন বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও পাকিস্তানকে টেনেছেন। যদিও সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছিল বিশ্বকাপ থেকে।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি টিমে নেই কোনও ভারতীয়
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি টিমে নেই কোনও ভারতীয় (ছবি-আইসিসি ওয়েবসাইট)

Follow Us

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা টিমের মতো আইসিসির (ICC) বছরের সেরা কুড়ি-বিশের (Best T20 Team) টিমেও নেতা হলেন পাকিস্তানের বাবর আজম (Babar Azam)। বুধবারই এই টিম ঘোষণা করল ক্রিকেট নিয়ামক সংস্থা। আইসিসির সেরা টিমে অবশ্য জায়গা পাননি ভারতের কোনও ক্রিকেটার। বাবর ছাড়াও পাকিস্তানের মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরাও রয়েছেন।

পাকিস্তানের পরই টিমে সবচেয়ে বেশি ক্রিকেটার অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার। জস হ্যাজেলউড ও মিচেল মার্শ জায়গা পেয়েছেন আইসিসির সেরা টিমের। প্রোটিয়াদের প্রতিনিধি এইডেন মার্কব়্যাম ও তাবরেজ সামসি। এ ছাড়া রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান।

পুরো টিম: বাটলার, রিজওয়ান, বাবর (ক্যাপ্টেন), মার্কব়্যাম, মার্শ, মিলার, সামসি, হ্যাজেলউড, হাসারাঙ্গা, মুস্তাফিজুর, শাহিন।

গত মরসুম থেকই দুরন্ত ফর্মে রয়েছেন বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও পাকিস্তানকে টেনেছেন। যদিও সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছিল বিশ্বকাপ থেকে। কিন্তু বাবরের টিমের প্রশংসা করেছিল সবাই। বাবরের মতোই রিজওয়ানের জায়গা পাওয়া নিয়েও কোনও প্রশ্ন নেই। বিশ্ব টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল ওপেনার তিনি। হাজারেরও বেশি রান করেছেন ক্যালেন্ডার ইয়ারে। একই রকম ভাবে দারুণ ছন্দে ছিলেন শাহিনও।

আরও পড়ুন: Unmukt Chand: প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে উন্মুক্ত চন্দ

Next Article