মেলবোর্ন: অস্ট্রেলিয়ার (Australia) ফ্রাঞ্চাইজি টি-২০ লিগে ইতিহাস গড়লেন উন্মুক্ত চন্দ (Unmukt Chand)। প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেললেন ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। মেলবোর্ন রেনেগেডসের (Melbourne Renegades) হয়ে বিবিএলে (BBL) অভিষেক হল উন্মুক্তের। হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে বিবিএলের অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন উন্মুক্ত।
মেলবোর্ন রেনেগেডসের অধিনায়ক অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে ততটা সফল হননি উন্মুক্ত। ৮ বলে ৬ রান করে মাঠ ছাড়েন উন্মুক্ত। মাত্র ৬ রানে হোবার্ট হ্যারিকেনসের কাছে হেরে যায় তাঁর দল।
Unmukt Chand enjoying himself on the @mcg ? #GETONREDpic.twitter.com/scVoVOLx07
— Melbourne Renegades (@RenegadesBBL) January 19, 2022
ভারত ‘এ’ দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন উন্মুক্ত। কিন্তু জাতীয় দলে কোনও দিন সুযোগ পাননি তিনি। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী অবসরের আগে কোনও ক্রিকেটার আইপিএল ছাড়া অন্য কোনও দেশের ক্রিকেট লিগে খেলতে পারেন না। তাই ২০২১ সালের শুরুর দিকে অবসর নেন উন্মুক্ত। তারপরই তিনি যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগে।
আরও পড়ুন: রোহিতকেই টেস্ট ক্যাপ্টেন চাইছেন আজহারউদ্দিন
আরও পড়ুন: India vs South Africa Live Score, 1st ODI 2022: বাভুমার পর দুসেনের সেঞ্চুরি, এগিয়ে চলেছে প্রোটিয়ারা
আরও পড়ুন: দ্রাবিড়-কোহলির মধ্যে সামঞ্জস্যের সমস্যা রয়েছে, দাবি প্রাক্তন পাক ক্রিকেটার সলমন বাটের