KKR, IPL 2023: গোবিন্দার জামাইয়ের হাত ধরে কি কপাল ফিরবে কেকেআরের?

IPL 2023-Nitish Rana : এপ্রিলের ১ তারিখ পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে নাইট রাইডার্স।

KKR, IPL 2023: গোবিন্দার জামাইয়ের হাত ধরে কি কপাল ফিরবে কেকেআরের?
Image Credit source: Screengrab, Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 5:46 PM

কলকাতা : দীর্ঘ অপেক্ষা শেষে সোমবারই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে কেকেআরের নিয়মিত অধিনায়ককে। শ্রেয়সের পরিবর্তে নাইটদের ড্রেসিংরুম সামলাবেন কে? কয়েকদিন ধরে এই প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন নাইট ভক্তরা। শ্রেয়স আইয়ারের পরিবর্তে নীতীশ রানাকে সাময়িক ভাবে অধিনায়ক ঘোষণা করে নাইট টিম ম্যানেজমেন্ট। সুনীল নারিন, শার্দূল ঠাকুররা ভাবনায় থাকলেও শেষ পর্যন্ত নীতীশের কাঁধেই আস্থা রাখে কেকেআর। ২০১৮ সাল থেকে নাইট রাইডার্সে খেলছেন নীতীশ রানা। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন বাঁ-হাতি ব্যাটার। জাতীয় দলের হয়েও একটি ওডিআই এবং ২টো টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রানা। অন্যান্য বারের তুলনায় নীতীশ রানার কাছে চ্যালেঞ্জটা এ বার কিছুটা হলেও কঠিন। তাঁর সৌজন্য়ে কি কপাল ফিরবে কেকেআরের? ২০১৪ সালের পর আর ট্রফি নেই নাইটদের। এ বার কেকেআর শিবির নতুনত্ব কী? বিস্তারিত TV9Bangla-য়।

আইপিএল এবং বলিউড যোগ নতুন নয়। নাইট রাইডার্সের স্টপগ্যাপ অধিনায়কের সঙ্গেও রয়েছে বলিউড কানেকশন। বলিউড অভিনেতা গোবিন্দার সঙ্গে নাইটদের নতুন নেতার পারিবারিক সম্পর্ক রয়েছে। নীতীশ রানা হলেন গোবিন্দার জামাই। অর্থাৎ রানার শ্বশুরমশাই হলেন বলি তারকা। কয়েক মাস আগে এক টেলিভিশন শোয়ে গোবিন্দার ভাইপো কৃষ্ণ অভিষেক সেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। নীতীশ রানার স্ত্রী সাঁচি মারওয়া হলেন কৃষ্ণ অভিষেকের বোন। রানার শ্যালক হলেন অভিষেক। এ দিকে গোবিন্দার ভাইঝি হলেন সাঁচি মারওয়া। নীতীশ রানার কাকাশ্বশুর বলিউড সুপারস্টার গোবিন্দা।

শাহরুখ খানের দল নাইট রাইডার্স নতুন নেতার হাত ধরে আইপিএলের ছন্দে ফেরে কিনা তা তো সময়ই বলবে। ২০১৬ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয় রানার। ২০১৭ সালে ১২ ম্যাচে ৩৩৩ রান করেন তিনি। বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংসও উপহার দিয়েছিলেন। ২০১৮ সালে আইপিএল নিলামে ৩.৪ কোটি টাকা দিয়ে রানাকে নেয় কেকেআর। গত বছরও আইপিএল নিলামে নীতীশকে ধরে রাখতে ৮ কোটি টাকা খরচ করে শাহরুখের দল। আইপিএলে এখনও পর্যন্ত ৯১ ম্যাচে ২১৮১ রান করেছেন নীতীশ রানা। ব্যাটিং গড় ২৭.৯৬। স্ট্রাইক রেট ১৩৪। সম্প্রতি ফর্মের ধারে কাছে নেই তিনি। দিল্লির হয়ে মুস্তাক আলি ট্রফিতে রান পাননি। রঞ্জি ট্রফিতে দল থেকে বাদ পড়েন। দিল্লির হয়ে ১২টা টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন রানা। জিতেছেন ৮টায়, হার ৪টে। এপ্রিলের ১ তারিখ পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে নাইট রাইডার্স। এ বার হোম-অ্যাওয়ে ফরম্য়াটে ফিরছে আইপিএল।