IPL 2024: জোড়া নায়কের প্রত্যাবর্তন, বুমরা-হার্দিকের অপেক্ষায় মুম্বই ও মালিঙ্গা

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 19, 2024 | 4:20 PM

IPL, Mumbai Indians: কুড়ি-বিশের ক্রিকেটে চার-ছয়ের বন্যা যতই বয়ে যাক, বোলারদের ভূমিকা অস্বীকার করা যাবে না। মালিঙ্গা তো বলেই দিয়েছেন, 'অনেকেই মনে করেন, টি-টোয়েন্টি আসলে ব্যাটারদের খেলা। কিন্তু আমি আজও মনে করি, ম্যাচ জেতায় বোলাররা। সেই কারণেই আমাদের টিমে দাপুটে বোলার দরকার। যেমন বুমরা। যেমন আকাশ মাধওয়াল। এরা দু'জন ভারতীয় পেসার, যাদের প্রচুর অভিজ্ঞতাও আছে।’

IPL 2024: জোড়া নায়কের প্রত্যাবর্তন, বুমরা-হার্দিকের অপেক্ষায় মুম্বই ও মালিঙ্গা
Image Credit source: X

Follow Us

কলকাতা: একসঙ্গে জোড়া নায়কের প্রত্যাবর্তন দেখতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। যে দু’জন এক সময় এই টিম থেকেই উঠে এসেছিলেন, ভারতীয় টিমে জায়গা করে নিয়েছিলেন, তাঁরাই হয়ে গিয়েছেন ম্যাচ উইনার। প্রথম জন হার্দিক পান্ডিয়া। দু’বছর পর মুম্বইয়ে প্রত্যাবর্তন হতে চলেছে হার্দিকের। এতদিন অলরাউন্ডার ছিলেন। টিমের জয়ে অবদান রাখতেন। সেই হার্দিক এ বার থাকবেন নেতৃত্বে। টিমের পারফরম্যান্স সরাসরি জুড়ে থাকবে তাঁর সঙ্গে। হার্দিকের মতোই এ বার টিমের হয়ে মাঠে নামতে চলেছেন জসপ্রীত বুমরা। গত বার চোটের কারণে খেলতে পারেননি। খেসারত দিতে হয়েছিল এমআই-কে। এ বার আর হবে না। সেই নিখুঁত ইয়র্কার, গতির তারতম্য আবার দেখবে আইপিএল। বুমরা যদি ফিট থাকেন, তা হলে ট্রফির স্বপ্ন দেখতে অসুবিধা হবে না মুম্বইয়ের। এই দুই তারকাকে নিয়ে কী বলছেন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএল তাঁর কাছে নতুন নয়। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার জানেন, আইপিএল তারকা যেমন তৈরি করে, তারকার আসনও কেড়ে নেয়। বুমরা, হার্দিকের মতো সিনিয়র প্লেয়ার তা জানেন ভালো করেই। মুম্বই ইন্ডিয়ান্সের জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের পর মালিঙ্গা বলেছেন, ‘অভিজ্ঞতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। বুমরা, হার্দিক ফর্মের চূড়ায় রয়েছে। বুমরা গত কয়েক মাস টানা টেস্ট ক্রিকেট খেলেছে। চমৎকার পারফর্ম করেছে। সেই সঙ্গে ওর টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞতাও প্রচুর। কী ভাবে সামলাতে হয়, ওরা দু’জনই খুব ভালো জানে। ওদের মতো দু’জনের থাকা মুম্বইয়ের কাছে বিরাট অ্যাডভান্টেজ।’

কুড়ি-বিশের ক্রিকেটে চার-ছয়ের বন্যা যতই বয়ে যাক, বোলারদের ভূমিকা অস্বীকার করা যাবে না। মালিঙ্গা তো বলেই দিয়েছেন, ‘অনেকেই মনে করেন, টি-টোয়েন্টি আসলে ব্যাটারদের খেলা। কিন্তু আমি আজও মনে করি, ম্যাচ জেতায় বোলাররা। সেই কারণেই আমাদের টিমে দাপুটে বোলার দরকার। যেমন বুমরা। যেমন আকাশ মাধওয়াল। এরা দু’জন ভারতীয় পেসার, যাদের প্রচুর অভিজ্ঞতাও আছে। মুম্বই বরাবরই পেস বোলারদের উপর জোর দিয়েছে। এ বারও আমাদের পেস বোলিং ইউনিট বেশ ভালো।’

Next Article