Cricket Retro Story: টি-টোয়েন্টির রমরমা, প্রথম আন্তর্জাতিক ম্যাচটি কেমন হয়েছিল, মনে পড়ে সেই রেড কার্ড?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 27, 2023 | 4:00 PM

First Ever Men's T20I: চার নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেছিলেন তৎকালীন অজি অধিনায়ক রিকি পন্টিং। মাত্র ৫৫বলে ৯৮ রান করেছিলেন তিনি। ভুললে চলবে না মাইকেল হাসির ১৫ বলে ৩১ রানের ইনিংসটিও। সেই ম্যাচে আরও একটি ঘটনা স্মরণীয়। গ্লেন ম্যাকগ্রা আন্ডারআর্ম বোলিং করায় আম্পায়ার তাঁকে রেড কার্ড দেখিয়েছিলেন। ফুটবল ম্যাচে রেড কার্ড হামেশাই হয়। কিন্তু ক্রিকেট ম্যাচেও!

Cricket Retro Story: টি-টোয়েন্টির রমরমা, প্রথম আন্তর্জাতিক ম্যাচটি কেমন হয়েছিল, মনে পড়ে সেই রেড কার্ড?
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: বর্তমানে টি২০ ক্রিকেটের রমরমা। সেটা দেশের লড়াই হোক কিংবা কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ। টান টান উত্তেজনায় ভরা কুড়ি ওভারের ম্যাচ। ক্রিকেটের বিবর্তন হয়েছে। সময়ের সঙ্গে বদলেছে চাহিদা, স্বাদ। একটা সময় ছিল শুধুই টেস্ট ক্রিকেটের রমরমা। অন্তহীন ম্যাচ। ক্রমশ তা পাঁচ দিনের হয়। ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে যোগ হয়েছিল এক দিনের ক্রিকেট। যত দিন গড়িয়েছে, খেলার ধরণ বদলেছে। টেস্ট কিংবা একদিনের ক্রিকেটের একঘেয়েমি কাটাতে এসেছে টি-টোয়েন্টি ফরম্যাট। ২০০৭ সালে অনুষ্ঠিত হয় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপও। তার আগে থেকেই অবশ্য টি-টোয়েন্টি চলছে। গতির ক্রিকেট। চার-ছক্কার বন্যা। আচ্ছা, প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচটি কবে, কাদের মধ্যে খেলা হয়েছিল মনে পড়ে? কেমন হয়েছিল সেই ম্যাচ? সমস্ত কিছু রইলো TV9Bangla-র এই প্রতিবেদনে।

২০০৫ সালের ১৭ই ফেব্রুয়ারি। নিউজিল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হয়েছিল প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ। মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দ্রুত গতির খেলা। প্রথম ম্যাচেই এর স্বাদ চেটে পুটে নিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কুড়ি ওভারের সেই ম্যাচেই ২০০ রান দেখেছিল টি২০ ক্রিকেট। যে ব্যাটারদের ক্রিজে সেট হয়ে বড় ইনিংস খেলতে দেখা যেত, তারাই প্রথম বল থেকে চালিয়ে খেলতে শুরু করলেন। এই বিষয়টাও বেশ আকর্ষণীয় ছিল। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডকে ২১৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল অস্ট্রেলিয়া। চার নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেছিলেন তৎকালীন অজি অধিনায়ক রিকি পন্টিং। মাত্র ৫৫বলে ৯৮ রান করেছিলেন তিনি। ভুললে চলবে না মাইকেল হাসির ১৫ বলে ৩১ রানের ইনিংসটিও। জবাবে নিউজিল্যান্ড ২০ ওভারে ১৭০ রানেই আটকে যায়। ম্যাচের পর রিকি পন্টিং বলেছিলেন “খুবই আনন্দ পেলাম এই ম্যাচ খেলে। পঞ্চাশ ওভারের ক্রিকেটকে প্রমোট করার জন্য খুব ভালো হাতিয়ার হতে পারে এটি। কিন্তু কয়েক বছরের মধ্যে হয়তো এই চাহিদা থাকবে না।” সেই ম্যাচে আরও একটি ঘটনা স্মরণীয়। গ্লেন ম্যাকগ্রা আন্ডারআর্ম বোলিং করায় আম্পায়ার তাঁকে রেড কার্ড দেখিয়েছিলেন। ফুটবল ম্যাচে রেড কার্ড হামেশাই হয়। কিন্তু ক্রিকেট ম্যাচেও।

বিশ্বজুড়ে এখন টি২০ ক্রিকেটের রমরমা। অনেক দেশের ক্রিকেট বোর্ডই এখন টি২০ টুর্নামেন্টের আয়োজন করছে। দর্শকদের থেকেও এর অনবদ্য প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের চাহিদা গোটা বিশ্বজুড়ে। টি২০ ফরম্যাটের জনপ্রিয়তা বোঝা যায় এই লিগের ম্যাচগুলি থেকেই। ক্রিকেট দেখার পাশাপাশি আনন্দে মাতোয়ারা হতে বেশিরভাগ মানুষই এখন স্টেডিয়ামমুখী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য আইসিসি আলাদা উইন্ডো রেখেছে। অনেক দেশের বোর্ডই এ সময় কোনও আন্তর্জাতিক ম্যাচও রাখে না। লক্ষ্য একটাই, ক্রিকেটাররা যাতে আর্থিক ভাবেও লাভবান হতে পারেন।

Next Article