Tilak Varma: এশিয়ান গেমসে দুরন্ত হাফসেঞ্চুরি করে জার্সি তুলে সেলিব্রেশন তিলক ভার্মার, নেপথ্যে কোন কারণ?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 06, 2023 | 10:57 AM

Asian Games 2023, Cricket: টাইগার্সদের বিরুদ্ধে সেমিফাইনালে বিস্ফোরণ ঘটিয়েছেন তিলক ভার্মা। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন টিম ইন্ডিয়ার রাইজিং স্টার তিলক ভার্মা (Tilak Varma)। আর দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকানোর পর হানঝাউয়ের জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠে অভিনব সেলিব্রেশন করতে দেখা গিয়েছে তিলক ভার্মাকে।

Tilak Varma: এশিয়ান গেমসে দুরন্ত হাফসেঞ্চুরি করে জার্সি তুলে সেলিব্রেশন তিলক ভার্মার, নেপথ্যে কোন কারণ?
Tilak Varma: হাফসেঞ্চুরি পূর্ণ করে জার্সি তুলে সেলিব্রেশন তিলক ভার্মার, নেপথ্যে কোন কারণ?
Image Credit source: AFP

Follow Us

হানঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) ক্রিকেটে (Cricket) সোনা ভারতের আর এক কদম দূরে। বাংলাদেশকে উড়িয়ে এশিয়াডের ফাইনালে উঠেছে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত। টাইগার্সদের বিরুদ্ধে সেমিফাইনালে বিস্ফোরণ ঘটিয়েছেন তিলক ভার্মা। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন টিম ইন্ডিয়ার রাইজিং স্টার তিলক ভার্মা (Tilak Varma)। আর দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকানোর পর হানঝাউয়ের জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠে অভিনব সেলিব্রেশন করতে দেখা গিয়েছে তিলক ভার্মাকে। অর্ধশতরান পূর্ণ হতেই জার্সি তুলে নিজের ট্যাটুর দিকে ইশারা করেন তিলক। সেই ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। ম্যাচের শেষে তিলক জানিয়েছেন, তাঁর ওই সেলিব্রেশনের নেপথ্যে কী কারণ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে তিলক ভার্মা হাফসেঞ্চুরি করার পর নিজের জার্সির ডানদিকটি তুলে ধরেন। তখন দেখা যায় তিলকের বুকের নীচে রয়েছে তাঁর বাবা-মায়ের একটি ট্যাটু। তিলকের এই প্রতিক্রিয়া দেখে মুগ্ধ নেটিজেনরা।

ম্যাচের শেষে তিলক জানান, এই সেলিব্রেশনের কারণ। তাঁর কথায়, ‘এই সেলিব্রেশনটা ছিল আমার মায়ের জন্য। কারণ শেষের ২-১টা ম্যাচ ভালো হয়নি আমার। তাই আমি বলেছিলাম যদি হাফসেঞ্চুরি করতে পারি এবং দলকে জেতাতে পারি তা হলে আমি টেলিভিশনে আমার ট্যাটু দেখাব। এটা আমার মায়ের জন্য।’

পাশাপাশি তিলক ভার্মা জানান, ভারত অধিনায়ক রোহিত শর্মার মেয়ে সামাইরাকেও এই হাফসেঞ্চুরি তিনি ডেডিকেট করছেন। ২৬ বলে ৫৫ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছেন তিলক। তাতে রয়েছে ২টি চার ও ৬টি ছয়। তাঁর স্ট্রাইকরেট ছিল ২১১.৫৩।

ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টিম ইন্ডিয়ার স্পিনারদের সামলাতে হিমশিম খান বাংলাদেশের ব্যাটাররা। যার ফলে ১০০-র গণ্ডি টপকাতে পারেনি টাইগার্সরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে বাংলাদেশ। ৯৭ রানের টার্গেট অনায়াসে পূরণ করে ফেলে মেন ইন ব্লু। ৬৪ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় ভারত। আগামিকাল এশিয়ান গেমসে সোনার পদকের লক্ষ্যে ফাইনালে নামবেন ঋতুরাজরা।

Next Article