IND vs NZ: লঙ্কায় ক্লিনসুইপ, ভারত সফরের আগে দায়িত্ব ছাড়লেন কিউয়ি ক্যাপ্টেন

India vs New Zealand Test Series: ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শুক্রবার ভারতে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। তার আগেই কিউয়ি টেস্ট টিমে নেতৃত্ব বদল।

IND vs NZ: লঙ্কায় ক্লিনসুইপ, ভারত সফরের আগে দায়িত্ব ছাড়লেন কিউয়ি ক্যাপ্টেন
Image Credit source: Photosport/Via NZC
Follow Us:
| Updated on: Oct 02, 2024 | 7:57 AM

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছে নিউজিল্যান্ড। শুধু তাই নয়, সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ১৫৪ রানের বিশাল ব্যবধানে হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ এই সিরিজ। যার জেরে ভারত সফরের আগে নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেন টিম সাউদি। ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট ক্রিকেটে পূর্ণ সময়ের দায়িত্ব নিলেন টম ল্যাথাম। শুক্রবার ভারতে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। তার আগেই কিউয়ি টেস্ট টিমে নেতৃত্ব বদল। টম ল্যাথাম এর আগেও স্টপগ্যাপে নিউজিল্যান্ডকে ৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এ বার পাকাপাকি ভাবে টেস্ট ক্যাপ্টেন হলেন।

ভারত সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতে রয়েছেন সদ্য প্রাক্তন অধিনায়ক টিম সাউদিও। দীর্ঘ ফরম্যাটে দেশের হয়ে ১০২টি ম্যাচ খেলা টিম সাউদি ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে আধডজন করে জয় ও হার। দুটি ম্যাচ ড্র। ২০২২ সালের ডিসেম্বরে কেন উইলিয়ামসনের থেকে নেতৃত্বের ব্যাটন নিয়েছিলেন সাউদি। দুই সিনিয়র ক্রিকেটারই ভারত সফরে খেলবেন।

নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে টিম সাউদি বলছেন, ‘টেস্টে নিউজিল্যান্ড টিমকে নেতৃত্ব দেওয়া আমার কেরিয়ারের সেরা অধ্যায়। সব সময়ই দলের কথা ভেবেছি। এ বারও সঠিক সিদ্ধান্ত নিলাম বলেই মনে করছি।’ ২০০৮ সালে নিউজিল্যান্ড সিনিয়র দলে অভিষেক টিম সাউদির। ১০২ টেস্টে ৩৮২টি উইকেট নিয়েছেন। কিউয়ি কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির পরই রয়েছেন সাউদি। নেতৃত্ব ছাড়লেও দলে তাঁর গুরুত্ব কমছে না, পরিষ্কার করে দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক স্কট উইনিক।