কলকাতা : সবেমাত্র এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তারপর হুঙ্কার ছাড়লেন টাইগারদের নয়া ওডিআই ক্যাপ্টেন। চার বছরের অপেক্ষার পর আরও একটি ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023) শিয়রে। এই চার বছরে বাংলাদেশ ক্রিকেট কতটা এগিয়েছে তা ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিতে তৈরি তাঁরা। বলছেন বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান। তামিম ইকবালের নেতৃত্ব ছাড়ার পর ওডিআইতে নেতৃত্ব গিয়েছে সাকিবের কাঁধে। দলকে নেতৃত্ব দেওয়া তাঁর কাছে নতুন বিষয় নয়। তবে এশিয়া কাপ বা ওডিআই বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেতৃত্ব দেওয়াটা বড় চ্যালেঞ্জের। সাকিব তা সামলাতে প্রস্তুত। কারণ নেতৃত্ব তাঁর কাছে নতুন নয়। পাশাপাশি নিজের দলকে নিয়ে বিস্তর আশাবাদী তিনি। সারা বিশ্বকে তার প্রমাণ দেবেন অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে গল টাইটানস এর হয়ে খেলছেন সাকিব আল হাসান। ম্যাচের ফাঁকে সঞ্চালকের প্রশ্নের উত্তরে নতুন চ্যালেঞ্জ নিয়ে সাকিব বলেন, “নেতৃত্ব আমার কাছে নতুন নয়। তবে দলের কাছে অবশ্যই একটা চ্যালেঞ্জ। গত চার বছরের মধ্যে আমরা দল হিসেবে কতটা উন্নতি করেছি সেটা দেখানোর। এবারের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করার সুযোগ আছে।” ওডিআই ফরম্যাটে বাংলাদেশ ভালো টিম হলেও নেতৃত্ব নিয়ে গত একমাস ধরে যে নাটক চলেছে তার প্রভাব পড়বে বইকি।
বিশ্বকাপের মাত্র দু’মাস আগে নেতৃত্ব বদলে গেলে যে কোনও টিম বিপাকে পরে যেতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেটা হবে না বলেই আশা সমর্থকদের। কারণ সাকিবের ওডিআইতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ভালোরকম অভিজ্ঞতা রয়েছে তাঁর। বাংলাদেশের হয়ে ৫০টি ওডিআইতে অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।