Travis Head: টি-২০-র থেকে টেস্ট সহজ! এমন মন্তব্য কেন করলেন অজি তারকা ট্রাভিস হেড?

ENG vs AUS: অজি ক্রিকেট টিম এই মুহূর্তে ইংল্যান্ড সফরে ওডিআই সিরিজে ব্যস্ত। ৫ ম্যাচের একদিনের সিরিজের ২টো ম্যাচ হয়ে গিয়েছে। আর ২টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। এরই মাঝে হেড জানিয়েছেন, তাঁর কাছে টি-২০ ফর্ম্যাট সবচেয়ে কঠিন।

Travis Head: টি-২০-র থেকে টেস্ট সহজ! এমন মন্তব্য কেন করলেন অজি তারকা ট্রাভিস হেড?
Travis Head: টি-২০-র থেকে টেস্ট সহজ! এমন মন্তব্য কেন করলেন অজি তারকা ট্রাভিস হেড?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 23, 2024 | 8:32 PM

কলকাতা: ক্রিকেটের সবচেয়ে কঠিন ফর্ম্যাট কোনটি? অনেকেই উত্তরে প্রথমেই টেস্ট ক্রিকেটের কথা বলবেন। কিন্তু অজি তারকা ট্রাভিস হেডের (Travis Head) মুখে শোনা গেল অন্য ফর্ম্যাটের কথা। অজি ক্রিকেট টিম এই মুহূর্তে ইংল্যান্ড (England) সফরে ওডিআই সিরিজে ব্যস্ত। ৫ ম্যাচের একদিনের সিরিজের ২টো ম্যাচ হয়ে গিয়েছে। আর ২টিতেই জিতেছে অস্ট্রেলিয়া (Australia)। এরই মাঝে হেড জানিয়েছেন, তাঁর কাছে টি-২০ ফর্ম্যাট সবচেয়ে কঠিন। আর টেস্ট হল সহজ।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচ শুরুর আগে ট্রাভিস হেড বলেন, ‘আমার মনে হয় টি-২০ ফর্ম্যাট বেশি কঠিন। কারণ এখানে রান করার চাপ থাকে। একটা আলাদা প্রত্যাশা থাকে। যতবারই খেলতে মাঠে নামি স্ট্রাইকরেট ১৩০, ১৪০ এবং ১৫০ এর কাছে রাখতে হবে। এমন একটা বিষয় থাকে।’

হেড টি-২০ ক্রিকেটে অঢেল প্রত্যাশা থাকার ফলে, সেটা কঠিন মনে করেন। তাঁর কাছে অপেক্ষাকৃত সহজ টেস্ট ক্রিকেট। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে কিছুটা সহজ মনে করি। কারণ আমি সেখানে ইচ্ছে হলে দ্রুত খেলতে পারি, ইচ্ছে হলে ধীরে খেলতে পারি। যা ইচ্ছে হয় সেটাই করতে পারি। তাতে কোনও বাধা নেই। তাই খেলার দিক থেকে আমি টেস্ট ক্রিকেটটা সবচেয়ে উপভোগ করি। কৌশল, পরিবেশ এবং অন্যান্য বিষয়ের দিক থেকে এটা সবচেয়ে কঠিন। কিন্তু প্রত্যাশাটা সব সময় সাদা বলের ক্রিকেটে থাকে।’