বেঙ্গালুরু: আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) ট্রেন্ট বোল্টকে (Trent Boult) ৮ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আইপিএলের মঞ্চে ট্রেন্ট বোল্ট বরাবরই ফ্যাক্টর। বাঁ-হাতি পেসার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল জিতেছেন। বেশ কয়েকটি বিধ্বংসী স্পেল রয়েছে তাঁর। শনিবারের নিলামেও বোল্টকে পেতে আসরে নামে মুম্বই ইন্ডিয়ান্স। একই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের নজরেও ছিলেন বোল্ট। তবে পরবর্তীতে নিলামের আসরে নেমে বাজিমাত রাজস্থান রয়্যালসের। ২০ ওভারের ফরম্যাটে বোল্টের মতো বোলার অবশ্যই গুরুত্বপূর্ণ। যিনি শুরুতে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ডেথ ওভারেও ভয়ানক। পেস আর সুইং দুটোর মিশেলেই কিউয়ি পেসার বিধ্বংসী। বোল্টের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। সেখান থেকে ৮ কোটি টাকায় তাঁকে তুলে নিল রাজস্থান রয়্যালস।
আইপিএলে ২০১৫ সালে অভিষেক হয় বোল্টের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম বার আইপিএল খেলেন কিউয়ি পেসার। সে বছর ৭ ম্যাচে ৯ উইকেট নেন বোল্ট। পরের মরসুমে মাত্র ১ টা ম্যাচ খেলেন কিউয়ি পেসার। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্স বোল্টকে দলে নেয়। তবে কেকেআরের হয়ে সাফল্য পাননি সে ভাবে। ৬ ম্যাচে ৫ উইকেট নেন বোল্ট। ২০১৮ সালে নিলামের মঞ্চ থেকে কিউয়ি পেসারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ২ বছর সেখানে খেলার পর তাঁকে ছেড়ে দেয় দিল্লি।
Trent Boult it is & he goes to @rajasthanroyals #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/YsqqqsJAQR
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
২০২০ আইপিএল বোল্টের পুনর্জীবন। মুম্বই ইন্ডিয়ান্সে সে বছর গিয়েই দুরন্ত পারফর্ম করেন তিনি। ১৫ ম্যাচে ২৫ উইকেট তুলে নেন বোল্ট। সে বছর আইপিএলও চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্স। গত বছর ১৪ ম্যাচে ১৩ উইকেট নেন বোল্ট। সামগ্রিক ভাবে আইপিএলে ৬২ ম্যাচে ৭৬ উইকেট নিয়েছেন কিউয়ি পেসার।
আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।
আরও পড়ুন: Quinton de Kock, IPL 2022 Auction: ডি’কককে ৬.৭৫ কোটি টাকায় কিনল লখনউ সুপারজায়ান্টস