Trent Boult: ঠাসা আন্তর্জাতিক সূচিতে বিরক্ত, কেন্দ্রীয় চুক্তি থেকে সরলেন তারকা কিউয়ি ক্রিকেটার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 10, 2022 | 10:11 AM

পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটাতে চান। মনোযোগ দিতে চান ঘরোয়া ক্রিকেটে।

Trent Boult: ঠাসা আন্তর্জাতিক সূচিতে বিরক্ত, কেন্দ্রীয় চুক্তি থেকে সরলেন তারকা কিউয়ি ক্রিকেটার
ট্রেন্ট বোল্ট
Image Credit source: Twitter

Follow Us

ওয়েলিংটন: নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। নিজেই বোর্ডকে অনুরোধ করেছিলেন যাতে তাঁকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। সেইমতো তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি দিল কিউয়ি ক্রিকেট বোর্ড। ৩৩ বছরের বোল্ট বর্তমানে পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটাতে চাইছেন। ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করার ইচ্ছে রয়েছে। সেন্ট্রাল কনট্র্যাক্ট শেষ হওয়ার অর্থ হল, তাঁর সময় অনুযায়ী নির্বাচকরা বোল্টকে জাতীয় দলের জন্য নির্বাচন করতে পারবে। বর্তমানে বোল্ট সীমিত ওভারের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছেন। এই ফরম্যাটে দীর্ঘদিন বাদে কামব্যাক হয়েছে তাঁর।

কিউয়িদের এই তারকা বোলারকে আগামীদিনে নিউজিল্যান্ডের হয়ে খুব কম ম্যাচে খেলতে দেখা যাবে। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলারের ঝুলিতে রয়েছে ৫৪৮টি উইকেট। এ হেন ৩৩ বছরের বোল্টের হঠাৎ কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানো নিয়ে নানা প্রশ্ন উঠছে। ব্যাপারটা হল, আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে নিজেকে আর জড়াতে চান না। লাগাতার একের পর এক সিরিজ খেলা হচ্ছে। এতে পরিবার ও নিজের জন্য সময় কম পড়ছে। নানা দিক বিবেচনা করেই কিউয়ি ক্রিকেট বোর্ডকে কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছিলেন। অনুরোধ রাখল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই বিষয়ে নিউজিল্যান্ডের সিইও ডেভিড হোয়াইট বলেন, “বোল্ট নিজের খেলার প্রতি সৎ। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। বোল্ট চুক্তিতে না থাকায় টিমের উপর প্রভাব পড়বে তা জানি। আগামীদিনের জন্য শুভেচ্ছা রইল।” ঘরোয়া ক্রিকেটে খেলতে চান বোল্ট।

বোল্ট এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের। আমার স্বপ্নপূরণ হয়েছে। গত ১২ বছর ধরে লাগাতার খেলে আসছি। এবার পরিবারের সময় দেওয়ার সময় এসেছে। স্ত্রী এবং আমাদের তিন সন্তানের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। পরিবার আমার কাছে সবার আগে। আমাকে ওদের প্রয়োজন।” তাঁর কথায়, “অনেক ভেবেচিন্তে কেন্দ্রীয় চুক্তি বেরোনোর সিদ্ধান্ত নিয়েছি। আমার অনুপস্থিতিতে দলের উপর প্রভাব পড়বে ঠিকই। তবে একজন জোরে বোলারের কেরিয়ার দীর্ঘ হয় না। এটাই সময় অন্য বিষয়গুলির দিকে নজর দেওয়া।”

Next Article