জয়ের কাছ থেকে হার। নতুন মরসুমের শুরুটা এমনই হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ভুলে ভরা ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়ার। বোলিং হোক কিংবা ব্যাটিং, নিজে কোনওটাতেই ছাপ ফেলতে পারেননি। উল্টে তাঁর সিদ্ধান্ত প্রশ্ন তোলার জায়গা করে দিয়েছে। শেষ ৬ ওভারে ৪৮ রানের মতো প্রয়োজন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেখান থেকে হার। প্রথম ম্যাচ ঘিরেই এত প্রশ্ন, টুর্নামেন্ট তো সবে শুরু! এখনও যেন অনেক কিছুই দেখা বাকি। অধিনায়ক বলেই কি বোলিং ওপেন করেছেন?
প্রথম প্রশ্নই যেটা আসছে, হার্দিক পান্ডিয়া কেন বোলিং ওপেন করলেন গুজরাটের বিরুদ্ধে? টিমে তো জসপ্রীত বুমরার মতো বোলার রয়েছে! নতুন বল হোক বা পুরনো, বুমরার মানের বোলার এ দেশে আপাতত আর নেই। তা হলে কেন বুমরা নয়! ব্যাটিংয়েই বা হার্দিক এত নিচে কেন নামলেন! ভারতের পিচে খেলা। স্পিনার বল করছে। সে সময় বিদেশি ব্যাটারকে আগে নামানোর যৌক্তিকতা কোথায়? নিজের উপর ভরসা নেই! এমন নানা প্রশ্নের মুখে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন।
মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেনের সমর্থনে অবশ্য দাঁড়িয়েছেন ব্যাটিং কোচ। বোলিং ওপেন করে প্রথম দু-ওভারে ২০ রান দেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড বোলিং ওপেন নিয়ে বলছেন, ‘পরিকল্পনা আগে থেকেই ছিল। গত দু-বছর গুজরাটের হয়েও বোলিং ওপেন করেছে হার্দিক। সুইংও করিয়েছে। নতুন বলে ভালো বোলিং করেছে। আমাদের কাছে বিষয়টা নতুন ছিল না। ও যাতে সেই কাজটাই করতে পারে, সুবিধাটা নিতে চেয়েছিলাম। এই সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনও আক্ষেপ নেই। এসব ভুলে এগিয়ে যেতে হবে।’