Pakistan Cricket: ‘এই গণ্ডার…’ সতীর্থর প্রতি পাক নেতা বাবর আজমের আচরণে নিন্দার ঝড় নেটদুনিয়ায়

Jun 03, 2024 | 7:50 PM

T20 World Cup 2024: গত কয়েকদিন এক এক সময় বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছেন পাকিস্তানের আজম খান। তিনি এ বারের বিশ্বকাপে পাকিস্তান টিমের সদস্য। কখনও তাঁর ভারী চেহারার জন্য অনেকে ট্রোল করেছেন। কখনও আবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি প্রাক্তন পাক অধিনায়ক মইন খানের ছেলে বলে টিমে বাড়তি সুযোগ পাচ্ছেন। চেহারা নিয়ে বিদ্রুপ সহ্য করতে হয়েছে তাঁকে।

Pakistan Cricket: এই গণ্ডার... সতীর্থর প্রতি পাক নেতা বাবর আজমের আচরণে নিন্দার ঝড় নেটদুনিয়ায়
Pakistan Cricket: 'এই গণ্ডার...' সতীর্থর প্রতি পাক নেতা বাবর আজমের আচরণে নিন্দার ঝড় নেটদুনিয়ায়
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: পাকিস্তানের আজম খান (Azam Khan) গত কয়েকদিন ধরে আলোচনায়। এ বারের টি-২০ বিশ্বকাপে পাক টিমের (Pakistan Cricket) সদস্য তিনি। গত কয়েকদিন এক এক সময় বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছেন তিনি। কখনও তাঁর ভারী চেহারার জন্য অনেকে ট্রোল করেছেন। কখনও আবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি প্রাক্তন পাক অধিনায়ক মইন খানের ছেলে বলে টিমে বাড়তি সুযোগ পাচ্ছেন। চেহারা নিয়ে বিদ্রুপ সহ্য করতে হয়েছে তাঁকে। সেই সময় অবশ্য তিনি পাশে পেয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজমকে। এ বার অবশ্য উল্টো ছবি দেখা গেল। পাকিস্তানের অধিনায়ক আজম খানকে হঠাৎ গণ্ডার বলে ডেকেছেন। যা নিয়ে সরব হয়েছেন নেটিজ়েনরা।

এ বার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাবর আজমের এক ভিডিয়ো। যেখানে দেখা যায় পাকিস্তানের ক্রিকেটাররা অনুশীলনের ফাঁকে রাগবি বল নিয়ে খেলছেন। সেই সময় বাবর আজম তাঁর পাশে থাকা আজম খানকে বলেন, ‘এই গণ্ডার…’। বাবর আজমের এই আচরণ মোটেও ভালোভাবে দেখছেন না নেটনাগরিকরা। নেটিজেনদের অনেকেই লিখেছেন, ক্যাপ্টেন হয়ে এমন শব্দ সতীর্থর প্রতি ব্যবহার করা ঠিক নয়।

কেউ কেউ আবার লিখেছেন, ‘চাচা ও ছোটা ডনের পর বাবর আজম এ বার আজম খানকে একটা ডাকনাম দিল।’ বাবর হয়তো মজার ছলেই এমন ভাবে ডেকেছিলেন আজম খানকে। কারণ, এর আগে আজম খান যখন সমালোচনার শিকার হয়েছিলেন, সেই সময় বাবর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এক প্রেস কনফারেন্সে বাবর আজম বলেছিলেন, ‘যখন আমরা কোনও প্লেয়ারকে টিমে নিই না, সেই সময় আপনারা প্রশ্ন করেন যে, কেন ওকে নেওয়া হয়নি। আর তারপর যখন আমরা ওকে টিমে নিই, সেই সময় আবার সেই আপনারাই প্রশ্ন করেন, কেন ওকে আমরা টিমে নিয়েছি। যে ক্রিকেটারদের আমরা বেছে নিয়েছি, তাঁদের পাশে থাকা দরকার।’

 

Next Article