কলকাতা: এক, দুই নয় টানা পঞ্চম বার আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2024) ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াভুমে যুব বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন উদয়-মুশির-অর্শিনরা। খেতাব জয় থেকে এক কদম দূরে রয়েছে ভারতীয় টিম। অতীতে ভারতকে যুব বিশ্বকাপ জেতানো সকল নেতাদের ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছেন উদয় সাহারান (Uday Saharan)। কিন্তু কী ভাবে? চলতি যুব বিশ্বকাপে তিনি অনবদ্য ছন্দে রয়েছেন। এখনও অবধি তিনি এই টুর্নামেন্টে করেছেন ৩৮১ রান। তাঁর আগে বিরাট কোহলি, পৃথ্বী শ, উন্মুক্ত চন্দ ও যশ ধুল নেতা হিসেবে উদয়ের থেকে কম রান করেছিলেন। ফাইনালে উদয়ের এই রান আরও বাড়ানোর সুযোগ রয়েছে। কোন মন্ত্রে এতটা সফল হয়েছেন উদয়? তাঁর কথায় ঘুরে ফিরে এসেছে বাবার নাম।
টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শুভমন গিলের গ্রামের ছেলে উদয় সাহারান। তাঁর রক্তে রয়েছে ক্রিকেট। যুব বিশ্বকাপে দাপট দেখাচ্ছেন। পঞ্জাবের ফাজিল্কায় বাড়ি উদয়ের। ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে নেওয়ার জন্য উদয়কে নিয়ে আলোচনা চলছে। আর ভারতকে এ বারের যুব বিশ্বকাপের ফাইনালে তুলে উদয় জানালেন, কী ভাবে তিনি ম্যাচ ফিনিশ করার ক্ষমতা অর্জন করেছেন। ক্রিকেট পাগল বাবার থেকেই উদয়ের এই খেলার প্রতি ঝোঁক জাগে। উদয়ের বাবা সঞ্জীব সাহারান এক সময় ভালো ক্রিকেট খেলতেন। কিন্তু বেশিদিন খেলতে পারেননি। তিনি বিসিসিআইয়ের লেভেল ১ কোচের দায়িত্বে রয়েছেন। উদয় তাঁর বাবার কাছ থেকেই বড় শট খেলা শিখেছেন।
ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ টিমের নেতা উদয়ের কথায়, ‘আমার বাবা প্রায়শই বড় শট খেলত। ম্যাচ শেষ অবধি নিয়ে যেত। একইরকম ভাবে আমিও ম্যাচ শেষ অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রয়োজন হলেই শেষে বড় শট মারি।’ উদয়ের বাবা সঞ্জীব এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছেলের সাফল্যে তিনি খুশি। সেমিফাইনালে ভারত জেতার সময় তাঁর চোখে ছিল জল। এবং মন আনন্দে ভরে উঠেছিল। উদয়ের জন্মের আগে থেকেই তিনি ক্রিকেট অ্যাকাডেমি চালাতেন। সেখান থেকেই ক্রিকেটের প্রতি টান তৈরি হয় উদয়ের। এ বার সেই উদয় স্বপ্ন দেখাচ্ছেন ভারতকে ষষ্ঠ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ট্রফি দেওয়ার।