কলকাতা: বাইশ গজে ক্রিকেট ম্যাচ চলাকালীন একাধিক বার দুর্ঘটনা ঘটেছে। ভারতের মাটিতে হোক বা বিদেশে প্রায়শই এই সকল ঘটনা ক্রিকেট প্রেমীদের মনে ভয় ধরিয়ে দেয়। এ বার অস্ট্রেলিয়ার (Australia) মাঠে তেমনই এক দুর্ঘটনা ঘটেছে। তা হয়েছে মার্শ কাপের এক ম্যাচে। যেখানে মুখোমুখি হয়েছিল ভিক্টোরি ও সাউথ অস্ট্রেলিয়া। ওই ম্যাচে অজি ক্রিকেটার হেনরি হান্ট (Henry Hunt) নাকে চোট পেয়েছেন। মাঠের মধ্যেই তাঁর নাক ফেটে গলগল করে রক্ত বেরোতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। কিন্তু ঠিক কী ভাবে চোট পেলেন হেনরি হান্ট? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জাংশন ওভালে মার্শ কাপে ভিক্টোরিয়া বনাম সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচ চলছিল। ওডিআই ফর্ম্যাটে খেলা এই ম্যাচে সাউথ অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩১ রান তোলে। এর পর রান তাড়া করতে নামে ভিক্টোরিয়া। যখন ভিক্টোরিয়ার স্কোর ছিল ১২৯/১ সেই সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান হেনরি হান্ট। ২৪.২ ওভারে টম রজার্সের সজোরে মারা শট মিড অফ থেকে ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন হেনরি। কিন্তু বল তাঁর হাতে না গিয়ে লাগে নাকে। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন হেনরি। দেখা যায় তাঁর নাক ফেটে রক্ত বেরোতে। সঙ্গে সঙ্গে মাঠে আসেন মেডিকেল স্টাফরা। হেনরিকে নিয়ে তাঁরা মাঠের বাইরে বেরিয়ে যান।
Graphic content warning:
Lots of blood as Henry Hunt cops a ball to the face at mid off #MarshCup
— cricket.com.au (@cricketcomau) February 8, 2024
রেডব্যাকস কোচ জেসন গিলেসপি cricket.com.au -কে বলেছেন, ‘হেনরি হান্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওর নাক ফুলে গিয়েছে। স্ক্যান করানো হয়েছে এবং যাবতীয় মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ওকে। এ বার দেখার ওর রিপোর্ট কী আসেছ।’ ম্যাচের শেষে রজার্স জানান, তিনি খুব জোরে শটটি মেরেছিলেন। ফলে হান্টের যে ভালোই চোট লেগেছে তিনি সেটা টের পাচ্ছেন। ওই ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে সাউথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে ভিক্টোরিয়া জিতেছে। এবং ৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মার্শ কাপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ভিক্টোরিয়া মেন টিম।