IND VS ENG : ৫০ বছর পর ফের ওভাল জয়, কেমন ছিল জয়ের পর ড্রেসিংরুমের ছবি?

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 07, 2021 | 3:15 PM

গোটা স্টেডিয়াাম তখন দাঁড়িয়ে আছে। ভারতীয় ক্রিকেটের বীরদের অভ্যর্থনা জানানোর জন্য

IND VS ENG : ৫০ বছর পর ফের ওভাল জয়, কেমন ছিল জয়ের পর ড্রেসিংরুমের ছবি?
জয়ের পর ওভালে উচ্ছ্বাস

Follow Us

ওভালঃ উন্মাদনা। উচ্ছ্বাস। আত্মহারা হয়ে ওঠার মুহূর্ত। হবে নাই বা কেন! ৫০ বছর পর ওভাল জয়। আজহার থেকে সৌরভ, কিংবা ধোনি-কেউ তো ওভাল টেস্টে জয়ের স্বাদ পাননি। বিরাটরা পারলেন। আর তারপর উচ্ছ্বাসের সাগরে ভাসছে টিম ইন্ডিয়া। টেস্ট জয়ের পর কেমন ছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের ছবি। প্রকাশিত এবার।

টেস্ট জিতে যখন বিরাটরা মাঠেই উৎসবে মেতেছে, তখন ওভালে ভারতের ড্রেসিংরুমে শুরু সেলিব্রেশন। সহকারী কোচ বিক্রম রাঠোর থেকে বিশ্রামে থাকা পেসার ইশান্ত শর্মা। জয়ের আনন্দে জড়িয়ে ধরলেন একে অপরকে। মাঠে তখন জয়ের স্মারক নিজেদের কাছে রাখতে ক্রিকেটাররা। ম্যাচের স্টাম্প তুলে নিয়ে স্মৃতির ট্রফিরুমে রাখার তোড়জোড় বিরাট-জাদেজাদের মধ্যে। স্টাম্প মুষ্টিবদ্ধ হাতে শক্ত করে ধরা। বিরাটরা যখন ২২ গজ পেরিয়ে ড্রেসিংমরুমের দিকে, ততক্ষণে ডাগআউটে পৌঁছে গিয়েছে ভারতের সাপোর্টিং স্টাফ ও রিজার্ভ বেঞ্চের ক্রিকেটাররা। উষ্ণ করমর্দন। ঠিক যেমন হয়েছিল লর্ডস টেস্টের পর।

গোটা স্টেডিয়াাম তখন দাঁড়িয়ে আছে। ভারতীয় ক্রিকেটের বীরদের অভ্যর্থনা জানানোর জন্য। ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর তখনও ড্রেসিংরুমে ঢোকেননি। উচ্ছ্বসিত রোহিত জানালেন, “যখন ইংল্যান্ডের মত দেশে ক্রিকেট সফর চলে আর সেখানে দল যখন ২-১ ফলে সিরিজে এগিয়ে থাকে, তখন দলের মধ্যে একটা অন্যমাত্রা যোগ করে।”

চতুর্থ টেস্টে সুযোগ পেয়েই বল হাতে নজর কেড়েছেন উমেশ যাদব। ড্রেসিংরুমের চেয়ারে বসে উমেশ বলছিলেন, “প্রথমদিনই যেভাবে উইকেট পড়ছিল,তাতে মনে হচ্ছিল এই ম্যাচ যদি পঞ্চম দিনে গড়ায়, তবে পরিশ্রম করতে হবে উইকেট পেতে। আমরা তেমনি পরিশ্রম করছিলাম। বল ঠিক জায়গায় রাখার চেষ্টা করছিলাম আমরা।রানরেট আটকে রেখে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোই ছিল আমাদের কৌশল। ”

ব্যাটে বলে ওভাল টেস্টে নজর কেড়েছেন শার্দূল ঠাকুর। প্রাক্তন ক্রকেটারদের অনেকেরই দাবি, ভারত টেস্টে একজন প্রকৃত অলরাউন্ডারকে পেয়ে গেল। শার্দূলকে নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটমহল। জয়ের পর শার্দূল জানান, “ম্যাচের দিন সকালে যখন জানতে পারলাম আমি প্রথম একাদশে সুযোগ পাই তখনই মনে মনে একটা টার্গেট তৈরি করেছিলাম। টেস্টে এমন পারফর্ম করতে হবে, যাতে সবাই মনে রাখে। সেই চেষ্টাই করেছি। টেস্ট জয়ে আমার অবদান রয়েছে, এটা ভেবেই ভাল লাগছে।”

উৎসব যখন চলছে হেড কোচ সহ ৪জন তখন আইসোলেশনে। করোনায় সংক্রমিত হওয়ায় রবি শাস্ত্রী, ভরত অরুণ ও শ্রীধররা এখন আইসোলেশনে। ফলে উৎসবের মেজাজ মাঠে থেকে উপভোগ করতে না পারলেও, এখন ওভালে হোটেলে বসেই সেই সেলিব্রেশন চলছে।

Next Article