মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের ত্রয়োদশ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টে এখনও অবধি যা পারফরম্যান্স তাতে প্রশ্ন ছিল, কী ভাবে জয়ের পথ খুঁজে পেতে পারে আরসিবি? মুম্বই ইন্ডিয়ান্স যেমন সব ম্যাচ জিতেছে, তেমনই আরসিবি সব ম্যাচ হেরেছিল। আর একটা হার মানেই প্লে-অফের ক্ষীণ আশাও শেষ হয়ে যেত। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল আরসিবি। তবে শিবিরে একটা হতাশা থাকলোই। অধিনায়ক স্মৃতি মান্ধানার ফর্ম। স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়ছেন বিশ্বের অন্যতম সেরা ওপেনার। বেশ কিছু ম্যাচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। অধিনায়ক রানে না ফিরলে, আত্মবিশ্বাস তলানিতে যায় দলের। এ দিনও স্পিনার দীপ্তি শর্মার বোলিংয়ে আউট হলেন খাতা না খুলেই। WPL এ ইউপি ওয়ারিয়র্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
বলের চেয়ে কম রান প্রয়োজন ছিল। অর্ধশতরানের সুযোগ হাতছাড়া করলেন কনিকা আহুজা। ৩০ বলে ৪৬ রানে ফিরলেন। সোফি এক্লেস্টনের বোলিংয়ে বোল্ড কনিকা।
প্রথম ওভারে জোডা় উইকেট নিয়েছিলেন সোফি ডিভাইন। দ্বিতীয় ওভারে তাহিলা ম্যাকগ্রার উইকেট নিলেন মেগান শুট।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরু সোফি ডিভাইনের। লেগ বিফোরে ফেরালেন দেবিকা বৈদ্যকে। রিভিউ নিলেও লাভ হয়নি। আম্পায়ার্স কলে আউট দেবিকা। একই ওভারে ইউপি ওয়ারিয়র্স অধিনায়ক অ্যালিসা হিলিকে ফেরালেন সোফি। জোড়া ধাক্কায় ওভার শুরু সোফি ডিভাইনের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ- স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, কনিকা আহুজা, আশা শোভানা, মেগান শুট, রেনুকা সিং, দিশা কাসাত
ইউপি ওয়ারিয়র্স একাদশ-অ্যালিসা হিলি, শ্বেতা শেরাওয়াত, কিরণপ্রভু নবগীরে, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, সিমরন শেখ, দেবিকা বৈদ্য, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আরসিবির। দু-দলের একাদশেই পরিবর্তন।
প্রথম লেগে আরসিবিকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। আরসিবির কাছে এই ম্যাচ সব দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ।
TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। উইমেন্স প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি ইউপি ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টে এখনও অবধি পাঁচ ম্য়াচ খেলে সবকটিতেই হারল আরসিবির। ফলে এই ম্যাচ তাদের কাছে টিকে থাকার লড়াই। লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
Published On - Mar 15,2023 6:30 PM