কৌস্তভ গঙ্গোপাধ্যায়
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) যেন তরুণ প্রজন্মদের আঁতুরঘর। অনেক উদীয়মান ক্রিকেটারদের আবির্ভাব এই ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই। বড় মঞ্চে বরাবরই নতুনদের সুযোগ করে দেয় শাহরুখ খানের টিম। অনামী ক্রিকেটাররা হঠাৎ হয়ে ওঠেন তারকা। রজত ভাটিয়া, মনবিন্দর বিসলারা যেমন কেকেআরের জার্সিতে নায়ক হয়ে উঠেছেন, তেমনই সূর্যকুমার যাদব, শুভমন গিল, প্রসিধ কৃষ্ণাদের আইপিএলে আত্মপ্রকাশ নাইটদের জার্সিতেই। তারকাখচিত দল নয়। বরং জাতীয় দলের সাপ্লাই লাইন হিসেবেই যেন কাজ করে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স (KKR)।
আরও পড়ুন: বিশ্বকাপ নায়কদের হাল-হকিকত
কেকেআরে (KKR) এ বারের নয়া সংযোজন বৈভব অরোরা (Vaibhav Arora) আর ভেঙ্কটেশ আয়ার (Venkatesh Iyer)। নিলামে অনামী ২ ক্রিকেটারকে নিয়ে ফের চমকে দিয়েছে নাইট রাইডার্স (KKR)। বড় নামের পিছনে কখনও ছুটতে দেখা যায় না নাইটদের। তাই অনামী ক্রিকেটাররা এগারো জনের দলে সুযোগ পেয়েই নিজেদের সেরাটা উজাড় করে দেন।
কে এই বৈভব অরোরা (Vaibhav Arora)? আইপিএল নিলামের আগে ভারতীয় ক্রিকেটমহল তাঁর নাম শোনেনি। আইপিএলে (IPL) শাহরুখের দলে ডাক পাওয়ার পর বোর্ডের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারেতে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দেন বৈভব। হিমাচল প্রদেশের হয়ে ঘরোয়া টুর্নামেন্টে খেলেন এই ডানহাতি পেসার। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল থেকেই উত্থান বিএ থার্ড ইয়ারের ছাত্রের। ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে কেকেআর। ২৩ বছরের ডান হাতি পেসার রঞ্জি ট্রফিতে ৮ ম্যাচ খেলে ২৯ উইকেট নিয়েছেন। মুস্তাক আলিতে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। গত আইপিএলে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবের নেট বোলার হিসেবে দুবাইয়ে গিয়েছিলেন। শিবম মাভি, কমলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণাদের মতো তরুণ পেসাররা রয়েছেন কেকেআরে। সেখানে তরুণ হিমাচলের ছেলের সংযোজন নাইটদের বোলিং বৈভব বাড়াবে।
ভেঙ্কটেশ আয়ার ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম। ৬ বছর ধরে মধ্যপ্রদেশের হয়ে খেলছেন। এই প্রথম আইপিএলে ডাক পেলেন। ২৬ বছরের অলরাউন্ডারকে ২০ লক্ষ টাকায় নিয়েছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স (KKR)। এ বারের বিজয় হাজারে ট্রফিতে মাত্র ২ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন। পঞ্জাবের বিরুদ্ধে সেই ১৯৮ রানের ইনিংসে সাজানো ছিল ৭টি ছয় ও ২০টি চার। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসারও। আইপিএল তাঁর উত্থানের আদর্শ মঞ্চ হতে পারে।
কেকেআরের জার্সিতে এ ভাবেই সাড়া ফেলে দিয়েছিলেন শুভমন গিল, সূর্যকুমার যাদব, প্রসিধ কৃষ্ণারা। অনামী প্রসিধ আচমকাই নজর কাড়েন বিরাট কোহলির। ২ বছর আগে যাঁর কথা আলাদা ভাবে বলেছিলেন ভারত অধিনায়ক। এমনকি নাইটদের জার্সিতে অনবদ্য পারফর্ম করার পর বরুণ চক্রবর্তীও ভারতীয় দলে ডাক পান। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈভব অরোরা, ভেঙ্কটেশ আয়ারদের মতো স্ফুলিঙ্গরা হয়তো কোহলির ভারতের সাপ্লাই লাইন হয়ে উঠতে পারেন।