এবিডির সেরা আইপিএল একাদশ কী জানেন?

Apr 02, 2021 | 5:11 PM

আইপিএলের আগে নিজের পছন্দের একাদশ বাছাই করলেন প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স (AB De Villiers)।

এবিডির সেরা আইপিএল একাদশ কী জানেন?
ফাইল চিত্র

Follow Us

চেন্নাই: আইপিএল (IPL) এমন একটা লিগ যেখানে বিশ্বের সমস্ত প্রান্তের প্রতিভাবান ক্রিকেটাররা অংশগ্রহণ করেন। বেশ কয়েকবছর ধরে আইপিএল অনামী ক্রিকেটারদের কাছে পরিচিত হওয়ার মঞ্চ। তেমনই বহু প্রতিভাকে একসঙ্গে ২২ গজ দাপাতেও দেখা যায় এই মঞ্চেই। দেশ বিদেশের ক্রিকেটাররা খেলেন এই লিগে। প্রত্যেক দলে সাতজন ভারতীয় ক্রিকেটার ও চারজন বিদেশী ক্রিকেটার থাকেন। এ বার আইপিএলের আগে নিজের পছন্দের একাদশ বাছাই করলেন প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স (AB De Villiers)। আইপিএলে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দলের হয়ে।

এবিডির দলে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বীরেন্দ্র সেওয়াগ। আরসিবির ক্যাপ্টেন ও এবিডির বন্ধু বিরাট কোহলিও রয়েছেন তাঁর সেরা একাদশে। ওপেনিংয়ের জন্য প্রোটিয়া তারকা ক্রিকেটার বেছে নিয়েছেন রোহিত শর্মা ও বীরেন্দ্র সেওয়াগকে। এ ব্যাপারে মিস্টার ৩৬০ ডিগ্রি বলেন, “গতরাতে আমি ভাবছিলাম নিজের সেরা একাদশে নিজেকে বাছাই করাটা কতটা খারাপ দেখায়। তার জন্য ওপেনিংয়ে আমি প্রথমে রাখব যার সঙ্গে আমি দিল্লিতে শুরু করেছিলাম, সেই বীরুকে (বীরেন্দ্র সেওয়াগ)। এবং দু’নম্বরে রাখব এমন একজনকে যাকে আমার মনে হয়েছে গত ৫ বছরে বিশ্বের সেরা। সে হল রোহিত শর্মা।”

আরও পড়ুন: বিশ্বকাপের ১০ বছর পূর্তিতে কী বললেন গৌতম?

মিডল অর্ডার সাজাতে গিয়ে একটু ভাবনাচিন্তা করে তিনি জানিয়েছেন, তিন নম্বরে তিনি রাখছেন বন্ধু বিরাটকেই। কিন্তু চার নম্বরে নামার জন্য তিনি রেখেছেন তিনটি বিকল্প। কেন উইলিয়ামসন বা স্টিভ স্মিথ বা নিজেকে। ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকসকে তিনি রেখেছেন ৫ নম্বরে। ছয় নম্বরে রাখছেন মহেন্দ্র সিং ধোনিকে। তাঁর সেরা একাদশের ক্যাপ্টেন ধোনি। বিরাটের সঙ্গে যতই খেলুন, ধোনির ক্রিকেট মস্তিস্ক নিয়ে তাঁর কোনও দ্বিমত নেই। সাত নম্বর জায়গা তিনি বরাদ্দ রেখেছেন জাড্ডুর (রবীন্দ্র জাডেজা) জন্য। এ ছাড়া ৮ থেকে ১০ নম্বরে তিনি রেখেছেন যথাক্রমে রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা এবং জশপ্রীত বুমরাকে।

আরও পড়ুন: ফেডেরারকে অভিনব সম্মান সুইৎজারল্যান্ডের

Next Article