বিজয় হাজারে চ্যাম্পিয়ন মুম্বই

Mar 14, 2021 | 6:20 PM

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং মুম্বই (Mumbai) দুই হেভিওয়েট দলের ফাইনাল ঘিরেই চড়ছিল পারদ। কারণ এ বারের বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) এই দুই দলই দুরন্ত পারফর্ম করে ফাইনালে উঠেছে।

বিজয় হাজারে চ্যাম্পিয়ন মুম্বই
বিজয় হাজারে ট্রফি জিতল মুম্বই। (সৌজন্যে - বিসিসিআই ডোমেস্টিক টুইটার)

Follow Us

নয়াদিল্লি: শনিবার ফুটবলের পর রবিবার ক্রিকেট। আবার ভারতসেরা মুম্বই। আজ ক্রিকেটে বাজিমাত মুম্বইয়ের। চতুর্থবার বোর্ডের ঘরোয়া একদিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) চ্যাম্পিয়ন হল মুম্বই (Mumbai)। ফাইনালে উত্তরপ্রদেশকে (Uttar Pradesh) ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন পৃথ্বী শ, আদিত্য তারেরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩১২ রান তোলে উত্তরপ্রদেশ। জবাবে ৪১.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই।

 

 

উত্তরপ্রদেশ এবং মুম্বই দুই হেভিওয়েট দলের ফাইনাল ঘিরেই চড়ছিল পারদ। কারণ এ বারের বিজয় হাজারেতে এই দুই দলই দুরন্ত পারফর্ম করে ফাইনালে উঠেছে। টসে জিতে ব্যাট করতে নেমেই শুরু থেকে ঝড় তোলে উত্তরপ্রদেশ। ১৫৮ রানে অপরাজিত থাকেন ওপেনার মাধব কৌশিক। সমর্থ সিং ৫৫ এবং আকাশদীপ নাথ ৫৫ রান করেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন পৃথ্বী শ। ৩৯ বলে ৭৩ রানের ধুন্ধুমার ইনিংস উপহার দেন পৃথ্বী। বিজয় হাজারে ট্রফিতে মোট ৮২৭ রান করে রেকর্ড গড়লেন এই ডান হাতি ওপেনার। মুম্বইয়ের উইকেটরক্ষক আদিত্য তারে ১১৮ রানে অপরাজিত থাকেন। ২৯ রানে আউট হন যশস্বী জসওয়াল। ২৮ বলে ৪২ রান করেন শিবম দুবে।

 

 

আরও পড়ুন: রেকর্ড গড়েই চলেছেন পৃথ্বী শ

বিজয় হাজারে ট্রফির ফাইনালে সর্বোচ্চ রান করার নজির গড়লেন উত্তরপ্রদেশেপ মাধব কৌশিক। ২০১৪ সালে পঞ্জাবের বিরুদ্ধে ১২৫ রান করেছিলেন ময়াঙ্ক আগারওয়াল। সেই রেকর্ড এ দিন ভেঙে দেন মাধব কৌশিক।

Next Article