ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) ও অভিনেত্রী গীতা বসরার (Geeta Basra) পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হতে চলেছেন গীতা। নিজের সোশ্যাল মিডিয়াতে দ্বিতীয় সন্তান আসার খবর জানান গীতা। এই ঘোষণার পর নেট দুনিয়ায় হরভজন-গীতার জন্য শুভেচ্ছা বার্তা উপচে পড়েছে। গীতা পোস্টে লেখেন, "শীঘ্রই আসছে... জুলাই ২০২১।"
Ad
1 / 5
২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন হরভজন-গীতা।
2 / 5
২০১৬ সালে তাঁদের প্রথম সন্তান হিনায়া হির প্লাহার জন্ম।
3 / 5
এই ছবি পোস্ট করেই ভক্তদের খুশির খবর জানান হরভজন পত্নী।
4 / 5
মেয়ে হিনায়া বেজায় খুশি। শীঘ্রই সে যে বড় দিদি হতে চলেছে।
5 / 5
জুলাই মাসেই হরভজন-গীতার কোল আলো করে আসতে চলেছে দ্বিতীয় সন্তান।