AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FACT CHECK: CBSE বোর্ড পরীক্ষায় ফেল বৈভব সূর্যবংশী! সত্যিই কি ঘটেছে এমনটা?

Vaibhav Suryavanshi: কয়েকদিন আগে আইপিএলের ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরিয়ন হন বৈভব। এ বার তাঁকে ঘিরেই চাঞ্চল্যকর খবরে সরগরম নেটদুনিয়া। আইপিএলের মঞ্চে অল্প সময়ের মধ্যে ফুল মার্কস পেলেও বৈভব নাকি ফেল করে গিয়েছেন বোর্ড পরীক্ষায়!

FACT CHECK: CBSE বোর্ড পরীক্ষায় ফেল বৈভব সূর্যবংশী! সত্যিই কি ঘটেছে এমনটা?
CBSE বোর্ড পরীক্ষায় ফেল বৈভব সূর্যবংশী! সত্যিই কি ঘটেছে এমনটা?Image Credit: PTI
| Updated on: May 15, 2025 | 6:36 PM
Share

চব্বিশের শেষে জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামের সময় যে ক্রিকেটাররা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এত অল্প বয়সে আইপিএলে সুযোগ পাওয়া প্রথম তিনি। শুধু সুযোগ নয়, সুযোগের সদ্ব্যবহারও করেছেন। রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে বিশ্বের কাছে তাঁর প্রতিভাকে তুলে ধরেন। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরিয়ন হন বৈভব। এ বার তাঁকে ঘিরেই চাঞ্চল্যকর খবরে সরগরম নেটদুনিয়া। আইপিএলের মঞ্চে অল্প সময়ের মধ্যে ফুল মার্কস পেলেও বৈভব নাকি ফেল করে গিয়েছেন বোর্ড পরীক্ষায়!

একাধিক রিপোর্টে জানা গিয়েছে যে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বৈভব ফেল করেছেন। খবরটি হু হু করে ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। তারপরেই এই বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক করা হয়। তখন আসল বিযয়টি উঠে আসে। আসলে মোটেও এমন কিছু ঘটেনি। সোজা কথায় বৈভব ফেল করেননি। তা হলে কি পাশ করেছেন? না তাও নয়। কারণ তাঁর বয়স সবে ১৪ বছর। এখনও নবম শ্রেণিতে পড়ছেব বৈভব। তা হলে আসল বিষয়টি কী?

দশম শ্রেণির CBSE বোর্ড পরীক্ষায় বৈভব সূর্যবংশীর ফেল করার খবর সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়িয়ে পড়েছিল, তা নিছকই মজা করে করা একটি পোস্ট। এর কোনও বাস্তবিক সত্য়তা নেই। নেটদুনিয়ায় রাজস্থানের তরুণ ক্রিকেটার বৈভবকে নিয়ে যে পোস্ট ছড়িয়েছে, তা খানিক এই রকম – ‘১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী দশম শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষায় ফেল করার পর, বিসিসিআই ডিআরএস স্টাইলে তাঁর উত্তরপত্রের রিভিউ করার অনুরোধ জানিয়েছে।’ ওই মজার পোস্টটি ভাইরাল হয়ে যায়।

আইপিএল শুরু হওয়ার আগে ট্রায়ালে এসে রাজস্থানের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বৈভব। মেগা নিলামে কোটি টাকার বেশি দিয়ে তাঁকে দলে নেয় রাজস্থান। লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমে ৩৪ রানের একটি ক্য়ামিও ইনিংস খেলেন তিনি। সবার চোখে পড়ে যান। এরপর তৃতীয় ম্য়াচে শতরানের ঐতিহাসিক ইনিংস খেলেন তিনি। চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৯ নম্বরে রাজস্থান। পিঙ্ক আর্মি এখনও অবধি খেলেছে ১২টি ম্যাচ। তাতে জয় ৩টি, হার ৯টি। দলের এই অবস্থা হলেও, বৈভব এ মরসুমে মাত্র কয়েকটা ম্যাচ খেলে ছাপ ফেলেছেন। তাঁকে নিয়ে অনেকের মুখে আশার কথা শোনা গিয়েছে। এ বার দেখার ভবিষ্যতে বৈভব ক্রিকেট দুনিয়ায় কতটা ছাপ ফেলতে পারেন।