কলকাতা : ক্রিকেটার না হলে কী হতেন বিরাট কোহলি (Virat Kohli)? অনেকেই মনে করেন তাঁর মধ্যে অভিনেতা বা মডেল হওয়ার মতো সবরকম গুণ রয়েছে। ক্রিকেটার না হলে অনায়াসে বিনোদন জগতে পরিচয় গড়ে ফেলতেন। যদি বিকল্প হিসেবে অন্য কোনও খেলা ধরা হয় তাহলে? সতীর্থ ভুবনেশ্বর কুমার এর উত্তর দিয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভুবি। সেখানে বিরাট কোহলির অল্টারনেটিভ কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হয় তাঁর কাছে। এর উত্তরে ভুবি বলেছেন, বিরাট ক্রিকেটার না হলে অবশ্যই WWE-তে যেতেন। বলা বাহুল্য় পুরোটাই মজার ছলে বলেছেন ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
২২ গজে বিরাট কোহলির আগ্রাসন মাঝেমধ্যে মাত্রা ছাড়িয়ে যায়। অতিরিক্ত আগ্রাসন দেখাতে গিয়ে শাস্তির মুখেও পড়েছেন। বিপক্ষের উইকেট পড়ার পর তাঁর উদযাপনের কায়দা অনেকেরই পছন্দ নয়। সবসময় ‘লড়কে লেঙ্গে’ হাবভাব। বিপক্ষের ক্রিকেটাররা বা অন্যান্য দেশের সংবাদমাধ্যম ভারতের প্রাক্তন অধিনায়ককে ‘ঝগড়ুটে’ আখ্যা দিতেও ছাড়েনি। ২০২৩ আইপিএলে বিরাট কোহলি-নবীন উল হক এবং কোহলি বনাম গৌতম গম্ভীরের ঝামেলার কথা ভুলতে পারবে না ক্রিকেট জগৎ। তাই বিরাটের মতো ব্যাটিং তারকার জন্য কুস্তিই ভালো বিকল্প বলে মনে করেন ভুবনেশ্বর।
মজার ছলে বিরাটকে নিয়ে আরও কিছু কথা বলেছেন ভুবি। কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে বিরাট এখন ৭৬টি সেঞ্চুরির মালিক। ২০২৩ সালে দারুণ ফর্মে রয়েছেন। এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটের দিকে তাকিয়ে সারা ক্রিকেট বিশ্ব। অথচ ভুবি বলেছেন, বিরাট নিজেকে দলের সেরা বোলার বলে মনে করেন। কিন্তু দলের সবাই ভয়ে ভয়ে থাকতেন কারণ বিরাট তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য চোটের কবলে না পড়ে যান!