অ্যাডিলেড: টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 Cricket World Cup) শুরুর পর থেকেই ছন্দে ছিলেন বিরাট কোহলি (Viral Kohli)। বিরাটের দুর্ধর্ষ ইনিংস পাকিস্তান ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধেও অর্ধশতরান করেছেন কিং কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তেমন দাগ কাটতে না পারলেও বুধবার সাকিব অল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে আবার অনবদ্য পারফরম্যান্স বিরাটের। ৪৪ বলে ৬৪ রানের স্বপ্নের ইনিংসে ভর করে অনেক রানের লক্ষ্যমাত্রা দিয়েছে মেন ইন ব্লু। এই ম্যাচেই আরও এক রেকর্ড গড়েছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে দারুণ পারফর্ম্যান্সের পর টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় এখন শীর্ষে কিং কোহলি।
MILESTONE ALERT ?
Virat Kohli becomes the leading run-scorer in ICC Men’s #T20WorldCup history, overtaking Mahela Jayawardena ?#INDvBAN pic.twitter.com/pycC3qrfiW
— ICC (@ICC) November 2, 2022
বুধবারের ম্যাচে ১৬ রান অতিক্রম করতেই শ্রীলঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনের ১০১৬ রানের রেকর্ড চুরমার করে দিয়ে এই নয়া রেকর্ড গড়েছেন বিরাট। টি টোয়েন্টি বিশ্বকাপের ৪টি ইনিংসের মধ্যে ৩টি ম্যাচেই অর্ধশতরান করেছেন কিং কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপে ৩১টি ইনিংসে ১০১৬ রান করেছিলেন মাহেলা। ২৩টি ইনিংসে ব্যাট করেই সেই রেকর্ড ছাপিয়ে নয়া রেকর্ড করেছেন বিরাট। এর পাশাপাশি মাহেলা জয়বর্ধনের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ১০০০ রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট।
? Yet another milestone unlocked ?@imVkohli becomes the leading run-getter in the Men’s #T20WorldCup! ? ?
Follow the match ▶️ https://t.co/Tspn2vo9dQ#TeamIndia | #INDvBAN pic.twitter.com/P6Ipxt4XRG
— BCCI (@BCCI) November 2, 2022
টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বিরাটের গড় ৮৪.৬৬। এখনও অবধি সবকটি বিশ্বকাপ মিলিয়ে বিরাটের ১২ অর্ধশতরান থাকলেও, এই টুর্নামেন্টে এখনও সেঞ্চুরির মুখ দেখেননি ভারতের অন্যতম সেরা এই ব্যাটার। অন্য দিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা ১০০০ রান থেকে খুব বেশি দূরে নেই। ৩৭ ইনিংসে রোহিতের মোট রান ৯২১। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের গড় দেখে মুগ্ধ। তিনি বলেন, টি টোয়েন্টিতে ৮০-র বেশি গড় ‘দুর্দান্ত’।
বিরাটের প্রশংসা পঞ্চমুখ জাতীয় দলে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাটের তুলনা টেনে তিনি জানিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক বড় ম্যাচের খেলোয়াড় এবং তাঁর এই পারফর্ম্যান্সে অবাক হওয়ার মতো কিছু নেই। রবি শাস্ত্রীর মতে অন্যান্য সেরা খেলোয়াড়দের মতোই বড় ম্যাচে বিরাট পারফর্ম করেছেন।