হেডিংলেঃ ইংল্যান্ড সফর একেবারেই ভাল যাচ্ছেনা ক্যাপ্টেন কোহলির। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে টেস্টে সেঞ্চুরি আসেনি বিরাটের ব্যাট থেকে। আর চলতি ইংল্যান্ড সিরিজে বিরাটের ব্যাটে রানের খরা চলছেই। বিশেষ করে জিমি অ্যান্ডারসনের বিরুদ্ধে পড়লেই কুঁকড়ে যাচ্ছেন ভারত অধিনায়ক। যা নজর এড়াচ্ছেনা ক্রিকেট বিশেষজ্ঞদেরও।
বুধবার তৃতীয় টেস্টেও একই ছবি। অ্যান্ডারসনের বল বুঝতে না পেরে ব্যাট ছোঁয়ালেন বিরাট। বাটলারের হাতে জমা পড়তেই হেডিংলে জুড়ে উচ্ছ্বাস। কেএল রাহুল ও চেতেশ্বর পূজারাকে হারিয়ে ভারতের স্কোর তখন ২ উইকেটে মাত্র ৪ রান। ভয়ঙ্কর হয়ে উঠেছেন জিমি অ্যান্ডারসন। স্যাঁতস্যাঁত আবহাওয়ায় হেডিংলের ২২ গজে বিরাটের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে ছিল ভারতীয় সমর্থকরা। ব্যাটে অনেকদিন রান নেই। জ্বলে ওঠার সেরা মঞ্চ, এর থেকে ভাল আর কি হতে পারে। চাপের মুখে থাকা টপ অর্ডারকে বার করে আনার সেরা সুযোগ ছিল বিরাটের সামনে। তবে আবার জিমির কাছে অসহায় আত্মসমর্পণ।
মাত্র ১৭ বলে ৭ রান করে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান বিরাট। ইনিংসে মাত্র ১টি চার। যখন প্যাভিলিয়নের দিকে পা বাড়াচ্ছেন বিরাট, তখন পরিসংখ্যানবিদদের একটি পরিসংখ্যান দেখে চোপ কপালে। টেস্ট ক্রিকেটে যে দুজন বোলারের সবচেয়ে বেশি শিকার হয়েছেন বিরাট, তাঁদের মধ্যে একজন জিমি অ্যান্ডারসন। এই নিয়ে ৭ বার অ্যান্ডারসনের বলে আউট হলেন ব্যাটসম্যান বিরাট।
আজকের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার বিরাটকে আউট করার কৃতিত্ব ছিল নাথন লিঁয়ঁ-র দখলে ৭ বার। অ্যান্ডারসন ছিলেন ৬ বার। আর এবার লিঁয়ঁকে ছুঁয়ে ফেললেন অ্যান্ডারসন। বিরাটকে টেস্টে ৬ বার আউট করার কৃতিত্ব এখন অবশ্য আর কারোর নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন ৪ জন বোলার। যাঁরা বিরাটকে টেস্ট ক্রিকেটে ৫ বার করে আউট করেছেন। যার মধ্যে আবার দু৩জনই ইংল্যান্ডের।
ইংল্যান্ডের স্পিনার মঈন আলি বিরাটকে ৫ বার আউট করেছেন। আরেক ইংরেজ ক্রিকেটার বেন স্টোকসও বিরাটকে ৫ বার প্যাভিলিয়নে ফিরিয়েছেন। তবে মানসিক ও ব্যক্তিগত সমস্যার দরুণ এখন ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছেন স্টোকস। তৃতীয় ইংরেজ বোলার হলেন স্টুয়ার্ট ব্রড। যিনি নেই চোটের জন্য। এর থেকে স্পষ্ট, বর্তমান ইংল্যান্ড বোলিং লাইন আপের বিরুদ্ধে একেবারে সড়গড় নন ক্যাপ্টেন কোহলি। এছাড়াও প্যাট কামিন্স টেস্টে বিরাটকে ৫ বার আউট করার কীর্তি গড়েছেন।