India vs New Zealand: রানের খোঁজে কোহলি, রাহুলের ভাবনায় টিম কম্বিনেশন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 02, 2021 | 7:49 PM

ভারত অধিনায়ক বলেন, 'মাঠে নামার জন্য ঋদ্ধিমান ফিট। ঘাড়ের চোট থেকেও এখন সেরে উঠেছে। ম্যাচের দিন সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' এ দিকে ওয়াংখেড়েতে অতিরিক্ত পেসার খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট কোহলি। তিনি বলেন, 'আমাদের এমন একজন বোলারকে খেলাতে হবে যে পাঁচ দিনই আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারবে এবং পরিস্থিতি অনুযায়ী ফ্যাক্টর হতে পারবে।'

India vs New Zealand: রানের খোঁজে কোহলি, রাহুলের ভাবনায় টিম কম্বিনেশন
ভারতীয় ক্রিকেট দল। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) পর আবার মাঠে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand) সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে মুম্বই টেস্টে চিন্তার কারণ অবশ্যই বৃষ্টি। বৃহস্পতিবারও ওয়াংখেড়েতে অনুশীলন করতে পারেননি বিরাট কোহলিরা। বাধ্য হয়েই তাই ইনডোরে দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনুশীলন করলেন কোহলি-রাহানেরা।

রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ক্লাসে প্রথম বার পাঠ নিলেন বিরাট কোহলি। দ্রাবিড়-কোহলি যুগলবন্দি দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্বও। বাবল ক্লান্তি কাটিয়ে অনেক চনমনে ভারত অধিনায়ক। দীর্ঘদিন বিরাটের ব্যাটে রান নেই। কলকাতায় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পিঙ্ক টেস্টের পর আর সেঞ্চুরি পাননি ভারত অধিনায়ক। ২ বছর খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। ৫ বছর আগে এই ওয়াংখেড়েতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন বিরাট। সে বার ২৩৫ রান করেছিলেন কোহলি। পয়া ওয়াংখেড়েতে তাই রানের খোঁজে দলনায়ক।

 

 

 

বৃষ্টি হওয়ায় ওয়াংখেড়ের পিচ দু’দিন ধরেই ঢাকা। তাই টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভারতীয় দলের কম্বিনেশন কি হবে, তা নিয়েই চলছে কাঁটাছেড়া। কারণ অভিষেক টেস্টেই শতরান করেছেন শ্রেয়স আইয়ার। এমন কি দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরিও করেছেন শ্রেয়স। তাই ডান হাতি ব্যাটারকে বসানোর কোনও সম্ভাবনাই দেখছে না টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে রাহানে বা পূজারার মধ্যে বাদ পড়তে পারেন কেউ। অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট সেঞ্চুরি ছাড়া দীর্ঘদিন রানের মধ্যে নেই রাহানে। এমন কি পূজারাকেও ছন্দে দেখা যাচ্ছে না। ওপেনিং স্লটেও দেখা যেতে পারে বদল। ময়াঙ্ক আগারওয়ালকেও বসানোর ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে কেই বা ওপেন করবেন?ম্যাচের দিন সকালেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

 

 

এ দিকে কানপুরে টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। কিপিং করতে না পারলেও ব্যাটিং করেন পাপালি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেন বাংলার উইকেটকিপার। ভারত অধিনায়ক বলেন, ‘মাঠে নামার জন্য ঋদ্ধিমান ফিট। ঘাড়ের চোট থেকেও এখন সেরে উঠেছে। ম্যাচের দিন সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ দিকে ওয়াংখেড়েতে অতিরিক্ত পেসার খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘আমাদের এমন একজন বোলারকে খেলাতে হবে যে পাঁচ দিনই আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারবে এবং পরিস্থিতি অনুযায়ী ফ্যাক্টর হতে পারবে।’

 

ইশান্ত শর্মাকে (Ishant Sharma) বসানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। বোলিং অ্যাটাকে থাকতে পারেন মহম্মদ সিরাজ আর উমেশ যাদব। ওয়াংখেড়ের উইকেট থেকে পেসাররা বাড়তি সাহায্য পাবেন। ম্যাচের আগে তেমনটাই জানালেন বিরাট। তিনি বলেন, ‘ওয়াংখেড়ের উইকেট ব়্যাঙ্ক টার্নার হবে না। পেস সহায়ক হবে।’

কানপুর টেস্টে প্রায় হারা ম্যাচ ড্র করে নিউজিল্যান্ড। ফলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে উইলিয়ামসনদের। রাচিন রবীন্দ্র আর আজাজ প্যাটেল দুই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের দৌলতেই ড্র করে কিউয়িরা। মুম্বই আবার আজাজ প্যাটেলের ঘরের মাঠ। ছোটবেলায় অনেকটা সময় এখানেই কাটিয়েছেন আজাজ। বিরাট কোহলি যোগ দেওয়ায় ভারতের ব্যাটিং শক্তি নিঃসন্দেহে কয়েকগুণ বেড়েছে। সেটা মাথায় রেখেই মুম্বই টেস্টের দল সাজাচ্ছে নিউজিল্যান্ড।

 

আরও পড়ুন: IPL 2022 Retention: রোহিতের মুম্বই সংসারে থাকার কী প্রতিক্রিয়া বুমরার?

Next Article