Virat Kohli Video Call: এ বার তোমাদের সময় দেব…! বিশ্বকাপ জিতে গর্বিত বাবা বিরাট কোহলির ‘বাচ্চামি’

Jun 30, 2024 | 12:30 PM

ICC MEN’S T20 WC 2024: শিশুদের সঙ্গে শিশুর মতোই মিশতে হয়। বিরাটের চেয়ে আর কে ভালো বোঝেন। কেরিয়ারে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিলেন। অধরা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্যাপ্টেন হিসেবে পারেননি। তবে দেশের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সেই বিরাট কোহলিই। পুরো টুর্নামেন্টে রান না পেলেও ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস এল বিরাট কোহলির ব্যাটেই। ফাইনালে সেরার পুরস্কার জিতেই বিদায় বার্তা দেন।

Virat Kohli Video Call: এ বার তোমাদের সময় দেব...! বিশ্বকাপ জিতে গর্বিত বাবা বিরাট কোহলির বাচ্চামি
Image Credit source: RCB

Follow Us

মুহূর্তটা চেনা লাগছে? হতে পারে। ঘরের মাঠে ভারত-ইংল্যান্ড টেস্টের সময় ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। পাঁচ ম্যাচের সিরিজ। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, দু-ম্যাচের জন্য পাওয়া যাবে না বিরাট কোহলিকে। শেষ অবধি পুরো টেস্ট সিরিজেই পাওয়া যায়নি বিরাট কোহলিকে। দু-মাসের লম্বা বিরতি নিয়ে সরাসরি আইপিএলে খেলেন। এর মাঝেই তাঁর পরিবারে খুশির খবর এসেছে। দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। দুই সন্তানকে চোখে হারান গর্বিত বাবা বিরাট কোহলি। আইপিএলের সময় দেখা গিয়েছে, ম্যাচ শেষে ভিডিয়ো কল করছেন। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানিয়ে ভিডিয়ো কলে বিরাট কোহলির ‘বাচ্চামি’।

শিশুদের সঙ্গে শিশুর মতোই মিশতে হয়। বিরাটের চেয়ে আর কে ভালো বোঝেন। কেরিয়ারে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিলেন। অধরা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্যাপ্টেন হিসেবে পারেননি। তবে দেশের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সেই বিরাট কোহলিই। পুরো টুর্নামেন্টে রান না পেলেও ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস এল বিরাট কোহলির ব্য়াটেই। ফাইনালে সেরার পুরস্কার জিতেই বিদায় বার্তা দেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর খেলবেন না বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মাকে ভিডিয়ো কল করে সন্তানদের যেন এটাই বোঝাতে চেয়েছিলেন, এ বার তোমাদের আরও বেশি করে সময় দিতে পারব। আইপিএলে ম্যাচের পর যেমন ভিডিয়ো কলে নানা অঙ্গভঙ্গি করতেন, মাঠ দেখাতেন, আশেপাশে কারা রয়েছেন দেখাতেন, বিশ্বজয়ের পরও ভিডিয়ো কলে নানা অঙ্গভঙ্গি করতে দেখা গেল। এর থেকে পরিষ্কার বোঝা যায়, সন্তানদের সঙ্গেই কথা বলছেন বিরাট।

আইপিএলের শুরুতে তাঁর সেরা অনুভূতির কথা জানতে চেয়েছিলেন সঞ্চালক হর্ষ ভোগলে। সেখানে বিরাট কোহলি বলেছিলেন, সব কিছু থেকে দূরে পরিবারের সঙ্গে দুটো মাস কাটাতে পারা সেরা অনুভূতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে এই সময়টা আরও একটু বেশি পাবেন বিরাট কোহলি।

Next Article