Virat Kohli: বিরাট মনের পরিচয় দিলেন কোহলি

মোহালি টেস্ট শেষ হওয়ার পর এক বিশেষ ভক্তকে নিজের শততম টেস্টের জার্সি উপহার দেন বিরাট। সেই ভক্তের নাম ধরমবীর। যেমন তেমন ভক্ত নয়। এই ধরমবীরকে ভারতীয় দলের টুয়েলভথ ম্যানও বলা যেতে পারে। ঠিক যেমনটা সুধীর কুমার। তবে ধরমবীর আরও বিশেষ সমর্থক। কারণ, ভারতীয় দলের এই সমর্থক বিশেষ ভাবে সক্ষম।

Virat Kohli: বিরাট মনের পরিচয় দিলেন কোহলি
ভক্তের সঙ্গে বিরাট কোহলি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 8:00 PM

মোহালি: নামের মতোই কাজ। বিরাট মনের পরিচয় দিলেন কোহলি (Virat Kohli)। মোহালিতে (Mohali) শততম টেস্ট (Virat Kohli’s 100th Test) খেলতে নেমেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মোহালি টেস্টে নামার আগেই বিরাট মনের পরিচয় দিয়ে পথ কুকুরদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন কোহলি। বর্তমানে মুম্বইের রাস্তার কুকুররা এই পরিষেবা পাবে। বিরাট কোহলি ফাউন্ডেশন ভিভাল্ডিস ও আওয়াজ স্ট্রে টিমসের সঙ্গে একত্রিত হয়ে এই পরিষেবা শুরু করেছে। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে বিরাট লিখেছিলেন, “অফিসে আরও একটা দিন। আমাদের শহরে ঘুরে বেড়ানো সারমেয়দের জন্য এটা একটা দারুণ উদ্যোগ। একসঙ্গে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে মুখিয়ে আছি।”

মোহালি টেস্ট শেষ হওয়ার পর এক বিশেষ ভক্তকে নিজের শততম টেস্টের জার্সি উপহার দেন বিরাট। সেই ভক্তের নাম ধরমবীর। যেমন তেমন ভক্ত নয়। এই ধরমবীরকে ভারতীয় দলের টুয়েলভথ ম্যানও বলা যেতে পারে। ঠিক যেমনটা সুধীর কুমার। তবে ধরমবীর আরও বিশেষ সমর্থক। কারণ, ভারতীয় দলের এই সমর্থক বিশেষ ভাবে সক্ষম। কোভিডের জন্য এখন সে ভাবে তাঁকে দেখা না গেলেও, ভারতের ম্যাচে আগে তাঁকে প্রায়ই দেখা যেত। বাউন্ডারি লাইনের বাইরে থাকতেন ধরমবীর।

টিম বাসে ওঠার সময় ধরমবীরের হাতে শততম টেস্টের জার্সি উপহার দেন বিরাট কোহলি। মুহূর্তের মধ্যে যে ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ম্যাচে ৪৫ রান করেন বিরাট কোহলি। বিরাটের শততম টেস্টে সমস্ত লাইমলাইট কেড়ে নেন রবীন্দ্র জাডেজা। একাই ১৭৫ রানের একটি দুরন্ত ইনিংস উপহার দেন। শুধু তাই নয়, বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন জাডেজা।

আরও পড়ুন: Virat Kohli: ১০০তম টেস্টে পুষ্পা সেলিব্রেশনে মগ্ন কোহলি, দেখুন ভিডিও