লন্ডন: চতুর্থ টেস্ট। লিডসে হারের পর বিরাটের দলের ফোকাস এখন লন্ডনের ওভালে। বৃহস্পতিবার থেকে খেলা শুরুর আগে মঙ্গলবার অনুশীলন পর্বের জন্য ওভাল পৌঁছে গেছেন বিরাটরা। তবে ওভালের আবহাওয়া দেখে খুব একটা খুশি হতে পারবেন না টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
বিসিসিআই টুইট এম্বেড করতে হবে
ওপরের ছবি থেকেই স্পষ্ট, খেলা হোক বা তার আগের অনুশীলন, ওভালে দুই দলের জন্য অপেক্ষা করে আছেন বরুণ দেব। লন্ডনের আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে তাতে ম্যাচে একাধিকবার দেখা যাবে ঢাকা পিচের ছবি।
পূর্বাভাস বলছেন, পাঁচদিনই আকাশে মেঘ থাকবে। প্রথম ও দ্বিতীয় দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। একাধিকবার খেলা বন্ধ করতে হতে পারে। তৃতীয়দিন থাকছে ভাড়ী বৃষ্টির পূর্বাভাস। সেদিন খেলা হবে কি না সন্দেহ থেকে যাচ্ছে। চতুর্থ এবং পঞ্চম দিনও ম্যাচে সঙ্গী হবে বৃষ্টি।
বৃষ্টির জন্যই প্রথম টেস্টে কাছে এসেও জয় অধরা থেকে গিয়েছে ভারতীয় দলের। রুটের দল এখন সিরিজে সমতা ফিরিয়ে ফ্রন্ট ফুটে। ওভালে ভারতের ইতিহাস মোটেই ভালো নয়। ৫০ বছর হয়ে গেল এই মাঠে জয় নেই। তার ওপর শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হারতে হয়েছে ইনিংসে।
পরিসংখ্যানের খাতায় এবারের সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহলির থেকে অনেকটা এগিয়ে ইংল্যান্ড অধিনায়ক জো রুট। দুই দলই রানের জন্য তাকিয়ে থাকে তাদের অধিনায়কের দিকে। ওভালেও সেই দৃষ্টিতে বদল হবে না। ওভারে শেষ ৪টি ইনিংসে ৫০ রানের গন্ডি পার করতে পারেননি। অন্যদিকে জো রুট ভারতের বিরুদ্ধে এই মাঠে দুটি টেস্টে খেলে দুটিতেই শতরান করেছেন।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। ভারতীয় দলে অশ্বিনকে দেখেত চাইছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। ইশান্তকে বসিয়ে শার্দুলকে ফেরানোর কথাও শোনা যাচ্ছে। বিরাট-শাস্ত্রীর ভাবনা কোন দিকে সেদিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
ঋষভ পন্থও নতুন করে উঠে এসেছেন স্ক্যানালের নীচে। ইংল্যান্ডের পরিবেশে তাঁর ব্যাটিং নিয়ে হঠাত্ করেই প্রশ্ন শুরু। অস্ট্রেলিয়ায় যে পন্থকে দেখা গেছে এখন তারে ধারে কাছেও নেই ভারতীয় উইকেট কিপার। তাই অনেক ক্রিকেট পণ্ডিত বলতে শুরু করেছেন ঋদ্ধিমানকে ভেবে দেখা হোক। বা রাহুলকে কিপার হিসেবে রেখে আরও একজন বাড়তি ব্যাটসম্যান আনা হোক প্রথম একাদশে। যদিও ঋষভের ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্টের অন্দরে আদৌ কোনও প্রশ্ন আছে বলে মনে হয় না।
অন্য দিকে লিডসে সমতা ফেরানো ইংল্যান্ড জস বাটলারকে না পেলেও দুই পেসার মার্ক উড ও ক্রিস ওয়কসে বাড়তি বিকল্প হিসেবে পাচ্ছে।