IND VS ENG : অশ্বিন ধোঁয়াশা জিইয়ে রাখলেন বিরাট

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 25, 2021 | 10:47 AM

তবে কি স্পিনার বাড়বে একজন? জল্পনা জিইয়ে রেখে বিরাট জানালেন, "আমরা ১২ জনের দল তৈরি করে রাখছি। সেরা একাদশই কাল মাঠে নামব। বুধবার পিচের চরিত্র দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

IND VS ENG : অশ্বিন ধোঁয়াশা জিইয়ে রাখলেন বিরাট
ধোঁয়াশার মাঝেই অনুশীলনে অশ্বিন

Follow Us

হেডিংলেঃ লর্ডস টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে। তৃতীয় টেস্টের আগে তাই বিরাটের মাথায় ছিল উইনিং কম্বিনেশন কিছুতেই বদল করা যাবে না। কিন্তু হেডিংলের ২২ গজ তো চিন্তা বদলে দিচ্ছে ক্যাপ্টেন কোহলির। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে প্রথম একাদশ পরিবর্তনেরও ইঙ্গিত দিয়ে গেলেন বিরাট।

সাধারণত কোনও টেস্ট ম্যাচ জিতলে পরের টেস্টে উইনিং কম্বিনেশনই রেখে দিতে পছন্দ করেন। বিরাটও এদিন সাংবাদিক সম্মেলনে এসে তারই ইঙ্গিত দিয়েছিলেন। বিরাট জানান, “কোনও কারণ নেই প্রথম একাদশ পরিবর্তনের।উইনিং কম্বিনেশন ভাঙতে আমি নারাজ। যে দল লর্ডসে ঐতিহাসিক জয় এনে দিয়েছে, সেই দল ভাঙার কোনও যুক্তি আমি খুঁজে পাচ্ছিনা।”

পরমুহুর্তেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বিরাট বাড়ালেন ধোঁয়াশাা। হেডিংলের পিচ দেখে অশ্বিনের খেলা নিয়ে তৈরি করলেন জল্পনা। বিরাট জানান, “পিচ দেখে আমি সত্যি অবাক হয়েছি। পিচে আমি অনেক বেশি ঘাস আশা করেছিলাম। এখানে তো ঘাস প্রায় নেই বললেই চলে।”

তবে কি স্পিনার বাড়বে একজন? জল্পনা জিইয়ে রেখে বিরাট জানালেন, “আমরা ১২ জনের দল তৈরি করে রাখছি। সেরা একাদশই কাল মাঠে নামব। বুধবার পিচের চরিত্র দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

বিরাট কথাতেই স্পষ্ট, এখনও দুই স্পিনারের ভাবনা সরিয়ে রাখা যাচ্ছেনা। তবে সূত্রের খবর, টিম মিটিংয়ে ফের একবার উইনিং কম্বিনেশনের পক্ষেই জোর দিয়েছেন বিরাট। এদিন রোহিত শর্মা ও কেএল রাহুলের প্রশংসায় পঞ্চমুখ বিরাট। ক্যাপ্টেন কোহলি জানান, “বিদেশের মাটিতে ওপেনিং জুটির পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন তাঁরাই মূলত ইনিংসের ভিতটা গড়ে দেন।রাহুল ও রোহিত যা করেছে তাতে আমাদের জমি আরও শক্ত করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।”

Next Article