মুম্বই: ওয়াংখেড়েতে মঙ্গলবার রাতে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ব্যাটে ঝড় উঠেছিল। ২০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ম্যাক্সি। যে ইনিংস নিয়ে ক্রিকেট বিশ্বে আজীবন আলোচনা হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসছে ম্যাড ম্যাক্সির জন্য। অজি তারকা অলরাউন্ডারের এই বিধ্বংসী ইনিংস দেখে চুপ থাকতে পারেননি বিরাট কোহলিও (Virat Kohli)। ম্যাক্সি আইপিএলে আরসিবির হয়ে খেলেন। সেই দিক থেকে বিরাটের সতীর্থ তিনি। ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) মঞ্চে ম্যাক্সওয়েলের অবিস্মরণীয় ইনিংস দেখে তাঁকে প্রশংসায় ভরালেন কোহলি। ঠিক কী বললেন কোহলি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়াংখেড়েতে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছিল আফগানরা। ১২৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন ইব্রাহিম জাদরান। কিন্তু আফগান তারকার সেঞ্চুরির পাল্টা ডাবল সেঞ্চুরিতে দিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
বিশ্বকাপে মঙ্গলবার রাতে অজি তারকা ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাতে ছিল ২১টি চার ও ১০টি ছয়। এই ইনিংস তাবড় তাবড় ক্রিকেটাদের চমকে দিয়েছে। কিং কোহলিও চুপ থাকতে পারেননি এমন একটা মহাকাব্যিক ইনিংস দেখে। যে কারণে আইপিএলে নিজের সতীর্থ ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভরিয়েছেন বিরাট। ইন্সটাগ্রাম স্টোরিতে বিরাট লেখেন, ‘এমন পাগলামি কেবল তুমিই পারো ম্যাক্সওয়েল।’ কোহলি এর সঙ্গে শেয়ার করেছেন একটি অবাক করার মতো ইমোজি এবং হৃদয়ের ইমোজি। সোশ্যাল মিডিয়ায় বিরাটের এই ইন্সটা স্টোরির ছবি ভাইরাল হয়েছে।
Instagram story by Virat Kohli for Glenn Maxwell.
– The 🐐 innings….!!!!! pic.twitter.com/14SAuwLnvh
— Johns. (@CricCrazyJohns) November 8, 2023
উল্লেখ্য, চলতি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া তৃতীয় দল হয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আর শেষ চারের টিকিট পাওয়া প্রথম দল ছিল ভারত। টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া ছাড়া এ বারের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা তৃতীয় দল তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা।