Virat Kohli: দু-মাস প্রচারের আড়ালে কেমন কেটেছে? খোলসা করলেন বিরাট কোহলি

Mar 19, 2024 | 12:05 AM

IPL 2024, RCB: ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের জাতীয় দলে এই ফরম্যাটে ফিরেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে খেলেছিলেন বিরাট। সব মিলিয়ে প্রায় ২ মাসের বিরতি থেকে অবশেষে বিরাটের দেখা মিলেছে। রবিবার উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় আরসিবি। এরপরই ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা যায় বিরাটকে।

Virat Kohli: দু-মাস প্রচারের আড়ালে কেমন কেটেছে? খোলসা করলেন বিরাট কোহলি
Image Credit source: PTI

Follow Us

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে ভারত। বিরাট কোহলিকে ছাড়াই। ইংল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক ভাবে দু-ম্যাচের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্কোয়াডে ছিলেন বিরাট। শেষ মুহূর্তে নাম তুলে নেন। নানা জল্পনা। আরসিবিতে দীর্ঘদিনের সতীর্থ এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন, বিরাট দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। এই মন্তব্যের পর নিজেই ক্ষমা চেয়ে নেন এবিডি। বিরাট কোহলির বার্তা আসে ২০ ফেব্রুয়ারি। জানান, পাঁচ দিন আগেই পুত্র সন্তান হয়েছে।

ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের জাতীয় দলে এই ফরম্যাটে ফিরেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে খেলেছিলেন বিরাট। সব মিলিয়ে প্রায় ২ মাসের বিরতি থেকে অবশেষে বিরাটের দেখা মিলেছে। রবিবার উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় আরসিবি। এরপরই ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা যায় বিরাটকে।

সদ্য ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন। সোমবার বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন বিরাট। টিমের সঙ্গে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। ক্রিকেট এবং প্রচারের আড়ালে এত্তগুলো দিন। কেমন কেটেছিল বিরাট কোহলির? আরসিবির তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। বিরাট কোহলি বলেছেন, ‘আইপিএল মরসুম শুরুর আগে বেঙ্গালুরুতে ফিরে আসা আমার কাছে রোমাঞ্চকর। সেই আবেগ, একই অনুভূতি থাকে। এতদিন প্রচারে আড়ালেই ছিলাম। সত্যি বলতে, একটা সাধারণ জীবন যাপন করার সুযোগ পেয়েছিলাম প্রায় দু-মাস। মাঠে ফিরে আমি খুশি, আশা করি সমর্থকরাও একই রকম উচ্ছ্বসিত।’

শুক্রবার চেন্নাইয়ে এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচেই নামছে চেন্নাই ও আরসিবি। বিরাট কোহলির কাছে এ বারের আইপিএল খুবই গুরুত্বপূর্ণ। একদিকে ট্রফি জেতার চাপ, অন্য দিকে বিশ্বকাপ। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে তাঁর জায়গা পাকা নয়, এমনটাই জল্পনা। বিরাট যদি দুর্দান্ত পারফর্ম করেন, পরিস্থিতি বদলে যেতে বাধ্য।

Next Article