T20 World Cup 2021: স্কটিশদের পেপ টক বিরাট-রোহিতদের

এ বার ভারতের ড্রেসিংরুমে এসে বিরাটদের থেকে পরামর্শ নিলেন বেরিংটনরা। রোহিত-অশ্বিনরাও তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নিলেন স্কটল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে। স্কটল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে টুইটে জানানো হয়, 'বিরাট কোহলি এবং তার কোম্পানিকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য।'

T20 World Cup 2021: স্কটিশদের পেপ টক বিরাট-রোহিতদের
বিরাট কোহলি ও স্কটল্যান্ডের ক্রিকেটাররা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 4:02 PM

দুবাই: খেলার আগে বিরাটদের (Virat Kohli) হুঙ্কার দিয়েছিলেন স্কটিশ অধিনায়ক। কিন্তু ম্যাচে স্কটল্যান্ডকে (Scotland) উড়িয়ে দিয়েছেন রোহিতরা (Rohit Sharma)। বিনা প্রতিরোধেই স্কটিশ বাধা পেরোয় টিম ইন্ডিয়া। ম্যাচ শেষের পর আবার বিরাটদের ড্রেসিংরুমে আসলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

কয়েক দিন আগেই একটা ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে দেখা যায়, নামিবিয়ার (Namibia) ড্রেসিংরুমে গিয়ে অভিবাদন জানিয়ে আসছেন পাকিস্তান (Pakistan) ক্রিকেটাররা। এ বার ভারতের ড্রেসিংরুমে এসে বিরাটদের থেকে পরামর্শ নিলেন বেরিংটনরা। রোহিত-অশ্বিনরাও তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নিলেন স্কটল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে। স্কটল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে টুইটে জানানো হয়, ‘বিরাট কোহলি এবং তার কোম্পানিকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য।’

ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৮৫ রানে শেষ হয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে ৩টে করে উইকেট নেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) আর মহম্মদ সামি (Mohammed Shami)। ১৭.৪ ওভারেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। জবাবে ৬.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ১৮ বলে অর্ধশতরান করেন লোকেশ রাহুল। কোয়ালিফাইং রাউন্ডে স্কটল্যান্ড তিনটে ম্যাচ জিতে কোয়ালিফাই করলেও, সুপার টুয়েলভে চারটে ম্যাচই হেরেছেন স্কটিশরা।

আরও পড়ুন: Ravindra Jedeja: কিউয়িরা জিতলে ‘ব্যাগ প্যাক করে ফিরে যাব’: জাডেজা