Virat Kohli: ‘বিরাট কোহলির উচিত ছিল…’, টেস্ট ক্রিকেট নিয়ে বলছেন প্রাক্তন কোচ

Aug 25, 2024 | 5:09 PM

India vs Bangladesh Series: সামনে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ। সব কিছু ঠিক থাকলে এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। তবে টেস্ট ক্রিকেটে তাঁর সিদ্ধান্ত নিয়ে হতাশ ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

Virat Kohli: বিরাট কোহলির উচিত ছিল..., টেস্ট ক্রিকেট নিয়ে বলছেন প্রাক্তন কোচ
Image Credit source: X

Follow Us

বিরাট কোহলি শেষ কবে টেস্ট খেলেছিলেন? এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ছিল। প্রাথমিক ভাবে দু-ম্যাচের জন্য ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। অনুষ্কা-বিরাটের দ্বিতীয় সন্তান হয়। পুরো সিরিজেই পাওয়া যায়নি বিরাট কোহলিকে। সামনে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ। সব কিছু ঠিক থাকলে এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। তবে টেস্ট ক্রিকেটে তাঁর সিদ্ধান্ত নিয়ে হতাশ ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। টেস্ট ক্রিকেটে বিরাটের ক্যাপ্টেন্সি চালিয়ে যাওয়া উচিত ছিল বলেই মনে করেন প্রাক্তন কোচ।

ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির আক্ষেপ আইসিসি ট্রফি জিততে না পারা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎই ঘোষণা করেন, টুর্নামেন্ট শেষে এই ফরম্যাটে ভারতীয় দল এবং আইপিএলেও নেতৃত্ব ছাড়ছেন। ওডিআই এবং টেস্টে নেতৃত্ব চালিয়ে যাবেন, এমনটাই ঘোষণা করেছিলেন বিরাট। ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচকদের যুক্তি ছিল, সাদা বলে ভিন্ন অধিনায়ক থাকবে না। বিরাটের দাবি, তাঁকে মাত্র দেড় ঘণ্টার নোটিসে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়। এরপরই ২০২২-এর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়েন বিরাট। এটাই তাঁর ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন সঞ্জয় বাঙ্গার।

দ্য রাও পডকাস্টে প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘ব্যক্তিগত ভাবে মনে করি, টেস্টে আরও কিছুদিন নেতৃত্ব চালিয়ে যাওয়া উচিত ছিল বিরাটের। সম্ভবত ৬৫ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয়, এই ফরম্যাটে আরও কিছুটা সময় ক্যাপ্টেন্সি করতে পারত।’ টেস্ট অধিনায়ক হিসেবে দারুণ সফল বিরাট কোহলি। তাঁর নেতৃত্বেই উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। প্রথম বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের নজিরও বিরাটের নেতৃত্বেই। সব মিলিয়ে ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৪০টি জয়।

Next Article