INDIA TOUR OF ENGLAND: বিলেতেও ব্যর্থতা পিছু ছাড়ছে না বিরাটের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 23, 2022 | 9:36 PM

৬৯ বলে ৩৩ রান। ভালো শুরু করেও বড় রান এল না।

INDIA TOUR OF ENGLAND: বিলেতেও ব্যর্থতা পিছু ছাড়ছে না বিরাটের
ভালো শুরু করেও হতাশা।
Image Credit source: BCCI

Follow Us

 

লেস্টার: প্রস্তুতি ম্যাচ। কিন্তু ভারতীয় ব্যাটারদের ঠিকঠাক প্রস্তুতি হল কি! প্রথম সেশনেই ৫ উইকেট হারায় ভারত। তিন উইকেট নেন রোমান ওয়াকার। লেস্টারশায়ার বনাম ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশন রোহিতদের জন্য অস্বস্তির। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিতরা। ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, চেতেশ্বর পূজারা এবং প্রসিধ কৃষ্ণা প্রতিপক্ষ দলের হয়ে খেলছেন। ভালো শুরু দিয়েছিলেন শুভমন গিল, রোহিত শর্মা। যদিও তা দীর্ঘস্থায়ী হল না। নতুন ডিউক বলে অস্বস্তিতে পড়লেন তাঁরা। শুভমন প্রতি আক্রমণে গেলেন। ২৮ বলে ২১ রানে ফিরলেন তিনি। রোহিতের অবদান ৪৭ বলে ২৫। ক্রিজ আঁকড়ে পড়ে থাকার মরিয়া চেষ্টা করেন তিন নম্বরে নামা, হনুমা বিহারি। ২৩ বলে ৩ রান! বিরাট কোহলি (Virat Kohli) ভালো শুরু করেও অর্ধশতরানের ইনিংস খেলতে ব্যর্থ।

মাত্র ৮১ রানে ৫ উইকেট হারানোর পর মধ্যাহ্নভোজের বিরতি অবধি আর কোনও বিপদ আসতে দেননি বিরাট কোহলি। এই সফরে আকর্ষণের কেন্দ্রে বিরাট। ব্যাটিংয়ে মনোযোগ করতে সব ফরম্যাটে নেতৃত্ব ছেড়েছেন। তাতেও রানের খরা কাটেনি। তিন বছরের বেশি সময় শতরান আসেনি তাঁর ব্যাটে। আইপিএলের পরই বিশ্রাম দেওয়া হয়েছিল। মনসংযোগের সঙ্গে বিরাটের ব্যাটে বড় রান আসুক, সেটাই প্রত্যাশা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। প্রথম সেশনে ৩২ বল খেলেন বিরাট। রান মাত্র ৯। তবে অনেকটাই আত্মবিশ্বাসী দেখাল। বুমরার বোলিংয়ে বেশ অস্ততিতে পড়লেন বিরাট। টানা ক্রীড়া সূচিতে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ হয় না বিরাট, বুমরাদের। তাই মানিয়ে নিতে সময় লাগল। বুমরার বোলিংয়েই অনবদ্য বাউন্ডারি মারেন বিরাট। ৩৭.২ ওভারে প্রসিধ কৃষ্ণার ডেলিভারিতে স্কোয়ার লেগে ছয় মারেন কোহলি। দর্শকদের চিৎকার। এমন সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়।

পুনরায় খেলা শুরু হলে, বিরতির জন্য মনসংযোগে সমস্যা হয় বিরাটের। ক্রস ব্যাটে খেলতে গিয়ে লেগ বিফোর আউট। অন ড্রাইভ মারার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি। আম্পায়ার অনেকটা সময় নিয়ে আউট দেন। বিরাট কিছুক্ষণ অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকেন। তাহলে কি বল লেগ সাইডের বাইরে যাচ্ছিল! ৬৯ বলে ৩৩ রানের ধৈর্যশীল ইনিংসের ইতি হয় বিরাটের। ওয়াকার চতুর্থ উইকেট নেন। ভালো শুরু করেও মুহূর্তে মনসংযোগে ব্যাঘাত। বিলেতেও ব্যাটে ব্যর্থতা জারি রইল বিরাটের।

ম্যাচের প্রথম দিন নজর কাড়লেন উইকেটরক্ষক শ্রীকার ভারত। দিনের শেষে ভারতীয় দলের স্কোর ২৪৬-৮। অর্ধশতরান করেছেন ভারত। ১১১ বলে ৭০ রানে অপরাজিত তিনি।

 

Next Article