লন্ডন: লর্ডসে বুমরা, সিরাজদের বিধ্বংসী বোলিং নিয়ে প্রশংসার ঝড় বইছে। বিশেষজ্ঞরা বলছেন, এটাই ভারতের অন্যতম সেরা পেস বোলিং অ্যাটাক। সিরাজ, বুমরাদের গতির ঝড়ে কাবু হয়ে গিয়েছে ইংরেজরা। তবে খেলার শেষ দিন মহম্মদ সামি আর জসপ্রীত বুমরার ৮৯ রানের পার্টনারশিপ লর্ডস টেস্ট জয়ের গুরুত্বপূর্ণ অংশ। নবম উইকেট জুটিতে ওই গুরুত্বপূর্ণ ৮৯ রানই ইংরেজদের মনোবলে প্রাথমিক ধাক্কা দেয়।
লর্ডসের ২২ গজে নবম উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে সামি-বুমরাদের উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায় গোটা দল। লর্ডসের ড্রেসিংরুমে ফেরার পথটা অনেকটা লম্বা। আর বুমরা-সামি জুটির জন্য পুরো মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন রোহিত-রাহুলরা। এই পুরো পরিকল্পনাটাই ছিল অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli)। যা ফাঁস করেন রবিচন্দ্রন অশ্বিন এবং ফিল্ডিং কোচ এস শ্রীধর। এ প্রসঙ্গে ভারতীয় ফিল্ডিং কোচ এস শ্রীধর বলেন, ‘লাঞ্চের সময় বিরাট আমাদের বলে, চলো ওদের আমরা দাঁড়িয়ে ড্রেসিংরুমে স্বাগত জানাই। অভিবাদন জানানোর ভাষা এতটাই তীব্র হোক, যাতে গোটা লর্ডস শুনতে পারে এবং আজীবনের জন্য তা মনে রাখতে পারে।’
অশ্বিন যোগ করে বলেন, ‘আমরা এত জোরে চিৎকার করছিলাম ইংল্যান্ড ক্রিকেট দল অবাক হয়ে গিয়েছিল। লাঞ্চে ওরা খেতে পর্যন্ত আসেনি। ওখানেই ঠায় দাঁড়িয়ে ছিল।’
আরও পড়ুন: India vs England 2021: রুটদের থেকে আমার মা ভালো ব্যাট করতেন, বলছেন বয়কট