India vs England 2021: রুটদের থেকে আমার মা ভালো ব্যাট করতেন, বলছেন বয়কট
একই সঙ্গে ইংলিশ টিমের তীব্র সমালোচনাও করেছেন তিনি। জো রুট ছাড়া আর কারও ব্যাটে রান নেই। যা বেশ চিন্তায় রেখেছে বয়কটকে।
লন্ডন: বিরাট কোহলির টিমের নতুন নায়ককে নিয়ে উচ্ছ্বসিত জিওফ বয়কট (Geoffrey Boycott)। লর্ডসে দু’ইনিংসে ১২৬ রানে দিয়ে ৮ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত টিমগেমই ম্যাচ জিতিয়েছে ভারতকে (India)। বিরাটের আগ্রাসী টিমের প্রশংসার পাশাপাশি বয়কট কিন্তু বলছেন, জো রুটের টিম যা ব্যাট করেছে, তার থেকে ভালো তাঁর মা ব্যাট করতেন!
সিরাজকে নিয়ে বয়কটের মন্তব্য, ‘সিরাজকে আমার ভালো লাগে। সব সময় চনমনে ও। আমার তো মনে হয়, যে ভাবে সিরাজ এগোচ্ছে, সে ভাবে এগোক। কোনও কিছু বদলানোর দরকার নেই ওর। নিজের পথেই ও সাফল্য পাবে। নতুন হলেও এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, ভারতীয় টিমের সম্পদ হতে চলেছে ও।’
ভারতীয় পেসারদের প্রশংসা করলেও রবিচন্দ্রন অশ্বিনকে মিস করেছেন বয়কট। ‘এই মুহূর্তে ভারতীয় টিমের পেস আক্রমণ দুর্দান্ত। তবে, টিমে অশ্বিনকে দেখতে চাই। দু’জন টপ ক্লাস স্পিনারের সঙ্গে তিনজন পেসার থাকলে বোলিং আক্রমণে বৈচিত্র আরও বাড়বে।’
একই সঙ্গে ইংলিশ টিমের তীব্র সমালোচনাও করেছেন তিনি। জো রুট ছাড়া আর কারও ব্যাটে রান নেই। যা বেশ চিন্তায় রেখেছে বয়কটকে। তাঁর সোজা কথা, ‘ইংলিশ ব্যাটিং লাইনআপ নিয়ে চিন্তায় আছি। প্রথম সারির তিনজন ব্যাটসম্যান যা ব্যাট করছে, তার থেকে আমার মা ভালো ব্যাট করতেন। খুব খারাপ লাগছে ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে। টেকনিকের ঘাটতিই এই বিপর্যয়ের আসল কারণ।’