ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে বিরাট কোহলির ব্যাট কতটা উজ্জ্বল?
Image Credit source: Twitter
নয়াদিল্লি: এ বারের ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup) ভারতের মাটিতে হবে। তার আগে রয়েছে এশিয়া কাপ (Asia Cup)। আসন্ন এশিয়া কাপ এ বার হবে ওডিআই ফর্ম্যাটে। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এই নিয়ে ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে চতুর্থ বার খেলবেন। ৮ বছর পর ওডিআই ফর্ম্যাটে এশিয়া কাপ খেলবেন বিরাট। তিনি এর আগে ২০১০, ২০১২ এবং ২০১৪ সালে ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে খেলেছিলেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে বিরাট কোহলির অতীতের পারফরম্যান্স।
ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে বিরাট কোহলির পারফরম্যান্স —
- ২০১০ সালের এশিয়া কাপ হয়েছিল শ্রীলঙ্কায়। সেটাই ছিল ভারতের তরুণ ক্রিকেটার বিরাট কোহলির প্রথম এশিয়া কাপ। তিনি ৪ ম্যাচে ৬৭ রান করেছিলেন। গড় ছিল ১৬.৭৫।
- ২০১২ সালের এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। সে বার কোহলি দুরন্ত ছন্দে ছিলেন। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটা দলের বিরুদ্ধেই রান করেছিলেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে তিনি তাঁর কেরিয়ারের সর্বাধিক রান করেছিলেন। মিরপুরে বিরাট পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালে ১৪৮ বলে ১৮৩ রান করেছিলেন। বিরাটের ওই ইনিংসটি এশিয়া কাপে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। সে বারের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন বিরাট কোহলি। তিনি ৩টি ম্যাচে ৩৫৭ রান করেছিলেন। তাতে ছিল দুটি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি।
- ২০১৪ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। সে বার কোহলি ৪টি ম্যাচে ১৮৯ রান করেছিলেন।
- ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে বিরাট কোহলি এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছেন তাতে করেছেন ৬১৩ রান। গড় ৬১.৩০। এর মধ্যে রয়েছে ১টি অর্ধশতরান এবং ৩টি শতরান। এবং ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে বিরাটের সর্বাধিক রান ১৮৩। বিরাট কোহলি এশিয়া কাপে (ওডিআইতে) সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন।
এ বারের এশিয়া কাপ শুরু হবে ৩০ অগস্ট। এই টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এ বারের এশিয়া কাপ সফর শুরু করবে টিম ইন্ডিয়া।