মুম্বই: ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) মনে করেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) থেকে ভালো অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি এক ইউটিউব (Youtube) শো-তে এমনটাই বলেছেন বীরু। ধোনির থেকে ক্যাপ্টেন্সির সিংহাসনে সৌরভকে এগিয়ে রাখার কারণ হিসেবে বীরুর ব্যাখা, সৌরভ নিজে ক্রিকেটার খুঁজে এনে একটা গোটা দল তৈরি করেছিল। সেই তুলনায় ধোনি কিন্তু অনেকটাই ভাগ্যবান ছিলেন। কারণ, মাহি শুরু থেকেই একটা তৈরি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন।
জনপ্রিয় রেডিও জকি রৌনকের “তেরা জবাব নেহি” (13 Jawab Nahi) এক ইউটিউব শো-তে সেওয়াগ বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, অধিনায়ক হিসেবে দু’জনই অসাধারণ ছিল। তবে আমার মতে, এই দু’জনের মধ্যে যদি সেরা ক্যাপ্টেন বাছতে হয়, তা হলে আমি সৌরভকেই এগিয়ে রাখব। কারণ ও নতুন ক্রিকেটার খুঁজে এনেছিল। একটা গোটা দলকে নিজের হাতে নতুন করে তৈরি করেছিল। সৌরভই ভারতকে শিখিয়েছিল, কী ভাবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে হয়। আমরা ওর নেতৃত্বে বিদেশে অধিকাংশ টেস্ট ম্যাচ ড্র করলেও, বেশ কয়েকটায় কিন্তু জিতেওছিলাম।”
বীরু আরও বলেছেন, “সেই তুলনায় আমি কিন্তু মনে করি, ধোনি কিছুটা সৌভাগ্যবানই ছিল। সৌরভ যে দলটাকে নিজের হাতে গড়ে তুলেছিল, সেই দলটাকেই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিল ধোনি। ফলে দু’জনই অসাধারণ ছিল তা ঠিক, তবে আমার মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুটা এগিয়ে ছিল।”
ওই ইউটিউব শো-তেই সেওয়াগ আরও জানান শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯ রানের মাথায় কেন সিঙ্গল নিতে চাননি। বীরু বলেন, “এটা কিন্তু অনেক পুরনো একটা গল্প। ২০০৮ সালে আমরা শ্রীলঙ্কা সফরে গিয়েছিলাম। আমার এখনও মনে আছে, মুথাইয়া মুরলীথরন সেই সময় বল করছিল। আর নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিল ইশান্ত শর্মা। আমি জানতাম, যদি আমি সিঙ্গল নিই তাহলে মুরলীথরন খুব সহজেই ইশান্তকে আউট করে দেবে। সেই কারণে আমি স্ট্রাইক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এবং ইশান্তকে বাঁচাচ্ছিলাম। তবে মুরলীথরন সব ফিল্ডারদের কাছাকাছি দাঁড় করিয়ে রেখেছিল। সৌভাগ্যক্রমে ওভারের শেষ বলটা কোনওমতে গ্যাপে গিয়েছিল এবং আমি একটা সিঙ্গল নেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলাম। এরপর ইশান্ত খুব বেশি সময় উইকেটে টিকতে পারেনি। পরের ওভারেই ও আউট হয়ে যায়।”
বীরু নিজের পছন্দের মাঠের কথাও বলেন এই শো-তে। তাঁর কথায়, “মোহালি আমার সবসময়ই প্রিয়। ওই মাঠে খেলতে আমি বরাবরই পছন্দ করি। ওই মাঠে যখনই আমি স্টেপ আউট করতাম, নিশ্চিত থাকতাম যে রান পাবই পাব। পাশাপাশি ওখানে বড় বড় সোফাও ছিল। ভারতের বাইরের কথা যদি বলতে হয়, তাহলে আমি মেলবোর্নের কথা বলব। ওখানকার খাবার অসাধারণ। ওই ভেনুতেও আমি রান করার ব্যাপারে যথেষ্ট বিশ্বাসী ছিলাম।”
আরও পড়ুন: India vs England 2021: ওভাল টেস্টের জন্য টিম ইন্ডিয়াকে টোটকা সুনীল গাভাসকরের
মুম্বই: ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) মনে করেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) থেকে ভালো অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি এক ইউটিউব (Youtube) শো-তে এমনটাই বলেছেন বীরু। ধোনির থেকে ক্যাপ্টেন্সির সিংহাসনে সৌরভকে এগিয়ে রাখার কারণ হিসেবে বীরুর ব্যাখা, সৌরভ নিজে ক্রিকেটার খুঁজে এনে একটা গোটা দল তৈরি করেছিল। সেই তুলনায় ধোনি কিন্তু অনেকটাই ভাগ্যবান ছিলেন। কারণ, মাহি শুরু থেকেই একটা তৈরি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন।
জনপ্রিয় রেডিও জকি রৌনকের “তেরা জবাব নেহি” (13 Jawab Nahi) এক ইউটিউব শো-তে সেওয়াগ বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, অধিনায়ক হিসেবে দু’জনই অসাধারণ ছিল। তবে আমার মতে, এই দু’জনের মধ্যে যদি সেরা ক্যাপ্টেন বাছতে হয়, তা হলে আমি সৌরভকেই এগিয়ে রাখব। কারণ ও নতুন ক্রিকেটার খুঁজে এনেছিল। একটা গোটা দলকে নিজের হাতে নতুন করে তৈরি করেছিল। সৌরভই ভারতকে শিখিয়েছিল, কী ভাবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে হয়। আমরা ওর নেতৃত্বে বিদেশে অধিকাংশ টেস্ট ম্যাচ ড্র করলেও, বেশ কয়েকটায় কিন্তু জিতেওছিলাম।”
বীরু আরও বলেছেন, “সেই তুলনায় আমি কিন্তু মনে করি, ধোনি কিছুটা সৌভাগ্যবানই ছিল। সৌরভ যে দলটাকে নিজের হাতে গড়ে তুলেছিল, সেই দলটাকেই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিল ধোনি। ফলে দু’জনই অসাধারণ ছিল তা ঠিক, তবে আমার মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুটা এগিয়ে ছিল।”
ওই ইউটিউব শো-তেই সেওয়াগ আরও জানান শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯ রানের মাথায় কেন সিঙ্গল নিতে চাননি। বীরু বলেন, “এটা কিন্তু অনেক পুরনো একটা গল্প। ২০০৮ সালে আমরা শ্রীলঙ্কা সফরে গিয়েছিলাম। আমার এখনও মনে আছে, মুথাইয়া মুরলীথরন সেই সময় বল করছিল। আর নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিল ইশান্ত শর্মা। আমি জানতাম, যদি আমি সিঙ্গল নিই তাহলে মুরলীথরন খুব সহজেই ইশান্তকে আউট করে দেবে। সেই কারণে আমি স্ট্রাইক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এবং ইশান্তকে বাঁচাচ্ছিলাম। তবে মুরলীথরন সব ফিল্ডারদের কাছাকাছি দাঁড় করিয়ে রেখেছিল। সৌভাগ্যক্রমে ওভারের শেষ বলটা কোনওমতে গ্যাপে গিয়েছিল এবং আমি একটা সিঙ্গল নেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলাম। এরপর ইশান্ত খুব বেশি সময় উইকেটে টিকতে পারেনি। পরের ওভারেই ও আউট হয়ে যায়।”
বীরু নিজের পছন্দের মাঠের কথাও বলেন এই শো-তে। তাঁর কথায়, “মোহালি আমার সবসময়ই প্রিয়। ওই মাঠে খেলতে আমি বরাবরই পছন্দ করি। ওই মাঠে যখনই আমি স্টেপ আউট করতাম, নিশ্চিত থাকতাম যে রান পাবই পাব। পাশাপাশি ওখানে বড় বড় সোফাও ছিল। ভারতের বাইরের কথা যদি বলতে হয়, তাহলে আমি মেলবোর্নের কথা বলব। ওখানকার খাবার অসাধারণ। ওই ভেনুতেও আমি রান করার ব্যাপারে যথেষ্ট বিশ্বাসী ছিলাম।”
আরও পড়ুন: India vs England 2021: ওভাল টেস্টের জন্য টিম ইন্ডিয়াকে টোটকা সুনীল গাভাসকরের