India vs England 2021: ওভাল টেস্টের জন্য টিম ইন্ডিয়াকে টোটকা সুনীল গাভাসকরের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 03, 2021 | 12:59 PM

হেডিংলের পর ওভালেও ভারতের ব্যাটিং ব্যর্থতা দেখে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা সমালোচনা করার সুযোগ তৈরি করে দিয়েছে।

India vs England 2021: ওভাল টেস্টের জন্য টিম ইন্ডিয়াকে টোটকা সুনীল গাভাসকরের
India vs England 2021: ওভাল টেস্টের জন্য টিম ইন্ডিয়াকে টোটকা সুনীল গাভাসকরের

Follow Us

ওভাল: হেডিংলেতে (Headingley Stadium) তৃতীয় টেস্টে (3rd Test) ভারতের (India) ব্যাটিংয়ের (Batting) ভরাডুবির পর ওভালেও খুব একটা আহামরি রান তুলতে পারেনি বিরাট কোহলির টিম ইন্ডিয়া (Team India)। ওভাল টেস্টের (Oval Test) প্রথম দিনই ১৯১ রানে আটকে যায় ভারতের প্রথম ইনিংস। ভারতীয় ব্যাটসম্যানদের উইকেট ছুঁড়ে দেওয়ার বহর দেখে রীতিমতো অবাক ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। প্রথম দিন ভারতের ব্যাটিং ব্যর্থতা দেখে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাটদের ব্যাট করার জন্য টোটকা দেওয়ার পাশাপাশি সমালোচনাও করেছেন সানি।

স্কোরবোর্ডে ৫০ রান তোলার আগেই সাজঘরে ফিরে যান রোহিত শর্মা (১১), কেএল রাহুল (১৭) ও চেতেশ্বর পূজারা (৪)। ক্রিস ওকস, ওলি রবিনসন ও জিমি অ্যান্ডারসনের দাপুটে বোলিংয়ের জবাব দিতে গিয়ে চা বিরতির মধ্যে ৬ উইকেট খুইয়ে তোলে ১২২ রান। ভারতীয় ব্যাটসম্যানদের ভরাডুবি দেখে সুনীল গাভাসকর এক সাক্ষাৎকারে বলেন, “যে লেন্থে ইংলিশ বোলররা বল করছে সেখানে কিন্তু ব্যাটই করছে না আমাদের ব্যাটসম্যানরা। ফ্রন্টফুটে খেলার প্রতি এতটাই দায়বদ্ধ দেখাচ্ছে ওদের, মনে হচ্ছে ওরা যেন ব্যাকফুটে খেলাই ভুলে গিয়েছে। যার কারণে তারা ব্যাট নামাতেই পারছে না। ব্যাকফুটে খেললে যে ন্যানো সেকেন্ড সময়টা পাওয়া যায় সেখানে কব্জির ব্যবহারে ব্যাটটা নামানো যায়।”

পাশাপাশি সানি যোগ করেন, “এতে হয়তো বোকার মতো দেখাবে ঠিকই, তবুও ব্যাটিং করতে পারবে তারা। বোকার মতো লাগছে না মহৎ দেখাচ্ছে তার সঙ্গে কিন্তু স্কোরবোর্ডের কোনওরকম সম্পর্ক নেই। রান করাটাই হল সব থেকে বড় কথা। পূজারার মতো কেউ যদি এই ভাবে ফ্রন্টফুটে খেলে যায় তা হলে সে কিন্তু অবশ্যই সমস্যায় পড়বেই।”

হেডিংলের পর ওভালেও ভারতের ব্যাটিং ব্যর্থতা দেখে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা সমালোচনা করার সুযোগ তৈরি করে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে বিরাটব্রিগেড কোন রণনীতিতে খেলে সেদিকে এ বার নজর থাকবে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের ও ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন: India vs England 2021: ওভালে আম্পায়ারের সঙ্গে উষ্ণ বাক্য বিনিময় কোহলির

Next Article