Hardik Pandya: ‘সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলাম’, বলছেন ক্যাপ্টেন পান্ডিয়া

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 30, 2022 | 4:30 PM

চ্যাম্পিয়ন হওয়ার পর নেতা হার্দিক বলছেন, 'আমি এই দায়িত্বটা সব সময় উপভোগ করতাম। দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছিলাম। একটা উদাহরণ তৈরি করতে চেয়েছিলাম।'

Hardik Pandya: সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলাম, বলছেন ক্যাপ্টেন পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া। ছবি: টুইটার

Follow Us

আমদাবাদ: পনেরোতম আইপিএলে (IPL 2022) স্বর্ণাক্ষরে লেখা থাকবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রত্যাবর্তনের কথা। শুধু ফিরলেনই না, নায়কের মতো প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় অলরাউন্ডারের। শুধুই কি তাই! নেতা হার্দিকের আবির্ভাবও দেখেছে ক্রিকেটমহল। ভারতীয় দলের নির্বাচকরাও নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছেন। হার্দিককে ভবিষ্যতের নেতা হিসেবে দেখছেন অনেকে। ক্যাপ্টেন্সির সংজ্ঞা যেন পাল্টে দিয়েছেন তিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব দিক থেকেই পরিপূর্ণ তিনি। ঠিক যেন আগের মতোই আরও ক্ষুরধার হার্দিককে ফিরে পাওয়া গেছে। এই প্রজন্মে ভারতের সেরা অলরাউন্ডারের নতুন মিশন কী? চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জেতার স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। ভারতীয় টিমকে এ বার সাফল্য়ের শিখরে পৌঁছে দিতে চান। গত বছর আমিরশাহিতে বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। আর তার পর বিতর্কে জেরবার হয়ে গিয়েছিলেন খোদ হার্দিক। সেখান থেকে ফিরে এসেছেন নতুন করে। আইপিএলের মঞ্চে দাঁড়িয়ে তাঁর নতুন স্বপ্নের কথা জানিয়েও দিয়েছেন গুজরাতের ক্যাপ্টেন।

 

তবে নেতা হার্দিকের জন্ম হল কি ভাবে? মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দেওয়ার পর গুজরাত টাইটান্স ড্রাফটিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেয় হার্দিককে। রত্ন চিনতে ভুল করেননি গুজরাত ফ্র্যাঞ্চাইজির কর্তারা। আস্থা রেখেছিলেন। আর তার জবাব দিলেন হার্দিক। কোনও ক্রিকেটার নয়, একেবারে নেতৃত্বের ভার তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছিল। চ্যাম্পিয়ন হওয়ার পর নেতা হার্দিক বলছেন, ‘আমি এই দায়িত্বটা সব সময় উপভোগ করতাম। দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছিলাম। একটা উদাহরণ তৈরি করতে চেয়েছিলাম। আমি যদি চাই, আমার দল সাফল্যের সঙ্গে চলবে তাহলে আমাকেই প্রথম পতাকা বাহক হতে হবে। দলের বাকি সদস্যদের দেখাতে হবে, কি ভাবে পথ চলতে হয়। আর সেটাই হয়েছে।’

 

এর আগেও চারবার আইপিএল জিতেছেন হার্দিক পান্ডিয়া। তবে সেই চারটে আইপিএলই জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। পঞ্চম আইপিএল ট্রফি বাকি চারটের চেয়ে অনেকটাই আলাদা। এই ট্রফি জয়ের মুহূর্তকেই সবচেয়ে এগিয়ে রাখছেন তিনি। হার্দিক বলছেন, ‘ক্যাপ্টেন হিসেবে এই ট্রফি জেতায়, এর গুরুত্ব অনেক বেশি। যদিও আগের চারটে খেতাবও আমার কাছে স্পেশাল। পাঁচটা আইপিএল ট্রফি জেতায় আমি ভাগ্যবান। তবে এই খেতাব আলাদা ঐতিহ্য বহন করবে। ১ লক্ষ ১০ হাজার দর্শকের সামনে নিজের কঠোর পরিশ্রমের ফল পেলাম।’

 

 

আরও পড়ুন: Hardik Pandya: গুজরাতকে আইপিএল জেতানোর পর হার্দিক পান্ডিয়ার নতুন মিশন কি জানেন?

Next Article