ফোকাসে টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়া দলের বাইরে ওয়ার্নার ও কামিন্স

sushovan mukherjee |

Nov 30, 2020 | 10:06 AM

চোটের জন্য অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়লেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (DAVID WARNER)। বিশ্রাম দেওয়া হয়েছে ফাস্ট বোলার প্যাট কামিন্সকে(PAT CUMMINS)। টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন দুই তারকা।

ফোকাসে টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়া দলের বাইরে ওয়ার্নার ও কামিন্স
দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)

Follow Us

একম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের একদিনের সিরিজ পকেটে পুড়ে নিয়েছে অস্ট্রেলিয়া (INDIA VS AUSTRALIA)। এরপর নিয়মরক্ষার একটি একদিনের ম্যাচ ও টি-২০ সিরিজ। কিন্তু অজি দলের মূল ফোকাস চার ম্যাচ টেস্ট সিরিজে। আর তাই অস্ট্রেলিয়া দল থেকে সরিয়ে নেওয়া হল দুই তারকাকে। দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়েছেন ওয়ার্নার। তাই তিনি টেস্ট সিরিজের আগে আর মাঠে নামছেন না। বিশ্রাম দেওয়া হয়েছে আরেক তারকা প্যাট কামিন্সকে।

 

 

আইপিএল থেকেই দুরন্ত ছন্দে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (DAVID WARNER)। ভারতের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে যথাক্রমে ৬৯ ও ৮৩ রান ওয়ার্নারের ব্যাটে। কিন্তু ফিল্ডিংয় করার সময় চোট পান বাঁ-হাতি ওপেনার। মাঠে ছেড়ে উঠে যান তিনি। টেস্ট সিরিজে ওয়ার্নারের গুরুত্বের কথা মাথায় রেখে তাঁকে একদিনের সিরিজের শেষ ম্যাচ, ও টি-২০ সিরিজ থেকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। বাড়ি ফিরে গেছেন তিনি। সেখানেই রি-হ্যাবের করবেন। সম্পুর্ণ ফিট হয়ে ওয়ার্নার টেস্ট সিরিজে নামতে পারবেন। আশা ক্রিকেট অস্ট্রেলিয়ার।

 

আরও পড়ুন –  সাত বছর পর মাঠে ফিরছেন শ্রীসন্থ

 

এদিকে একদিনের সিরিজ একম্যাচ বাকি থাকতেই জিতে যাওয়ায়, প্যাট কামিন্সকেও (PAT CUMMINS) বিশ্রামে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর, তারপর আইপিএলে কলকাতা নাইটা রাইডার্সের হয়ে গোটা আইপিএল মরসুমে খেলেছেন কামিন্স। ক্লান্ত তিনি। প্রথম একদিনের ম্যাচে উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে তিন উইকেট এলেও অনেক রান খরচ করেছেন। টেস্ট সিরিজে কামিন্সের গুরুত্বও অনেকটাই। তাই তাঁকেও বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। টেস্ট সিরিজের আগে আবার দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স।

Next Article