কলম্বো: রবিবাসরীয় এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালের আগে ভারতীয় শিবিরে চোটের ছায়া। তড়িঘড়ি তাই ভারত থেকে ডেকে পাঠানো হল ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। ক্রিকবাজের খবর অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে চোট পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। সাকিব আল হাসানদের বিরুদ্ধে দলকে জেতানোর জন্য শেষের দিকে মরিয়া লড়াই করেন অক্ষর। কিন্তু শেষ অবধি জেতাতে পারেননি ভারতকে। তবে ওই ম্যাচে চোট পাওয়ায়, তাঁর ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অক্ষর প্যাটেলের চোটের কারণেই ভারত থেকে ওয়াশিংটন সুন্দরকে ডেকে পাঠিয়েছে ভারতীয় টিম। চোটের কালো মেঘ শ্রীলঙ্কা শিবিরেও। এক লঙ্কান স্পিনার চোট পেয়ে ছিটকে গিয়েছেন এশিয়া কাপের ফাইনাল থেকে। কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জানা গিয়েছে ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল বাংলাদেশের বিরুদ্ধে একাধিক চোট পেয়েছেন। তিনি ৩৪ বলে ৪২ রান করেন। ১টি উইকেটও নেন তিনি। বিসিসিআইয়ের পক্ষ থেকে অবশ্য অক্ষর প্যাটেলের চোটের ব্যাপারে কিছু জানানো হয়নি। কিন্তু চোটের কারণে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্য়ানেজমেন্ট। সেই কারণে ভারত থেকে ওয়াশিংটন সুন্দরকে ডেকে পাঠিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ওয়াশিংটন সুন্দর আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় টিমের অংশ। বেঙ্গালুরুর এনসিএতে ছিলেন। এশিয়া কাপের ফাইনাল হওয়ার পর ভারতে ফিরে তিনি আবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির শিবিরে যোগ দেবেন। তামিলনাড়ুর অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর দেশের হয়ে ১৬ ওডিআইতে খেলেছেন। করেছেন ২৩৩ রান এবং নিয়েছেন ১৬টি উইকেট।
লঙ্কান শিবিরে চোটের কবলে পড়েছেন দলের অন্যতম সেরা অস্ত্র মহেশ থিকশানা। তিনি এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মহেশ থিকসানা। পাকিস্তানের বিরুদ্ধে সুপার-৪ পর্বের ম্যাচে চোট পান মহেশ থিকসানা। সেই চোট নিয়েই বল করেছিলেন তিনি। কিন্তু চোট গুরুতর হওয়ায় তিনি ফাইনাল থেকে ছিটকে গেলেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মহেশ থিকসানার পরিবর্তে ফাইনালের আগে স্কোয়াডে নেওয়া হয়েছে সাহান আরাচাচিগেকে।