England vs New Zealand : উদ্বোধনী ম্যাচ ফেরাবে লর্ডসের ফাইনালের স্মৃতি, পুরনো ‘শত্রু’দের বিরুদ্ধে নামতে মুখিয়ে বাটলাররা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 27, 2023 | 8:10 PM

২০১৯ সালের বিতর্কিত ফাইনালের পর আরও একটা ওডিআই বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। এ বার আয়োজক দেশ ভারত।

England vs New Zealand : উদ্বোধনী ম্যাচ ফেরাবে লর্ডসের ফাইনালের স্মৃতি, পুরনো শত্রুদের বিরুদ্ধে নামতে মুখিয়ে বাটলাররা
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : ফাইনাল ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। আর সেটা যদি হয় বিশ্বকাপ ফাইনাল (ICC Cricket World Cup 2023), তাহলে তো কথাই নেই। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং জমজমাট ফাইনাল যদি ধরা হয়, ক্রিকেটপ্রেমীরা চোখ বন্ধ করে ২০১৯ সালের লর্ডসের ফাইনালের কথা বলবেন। প্রথম বার ফাইনাল ম্যাচ টাই। তারপর রুদ্ধশ্বাস সুপার ওভার। সেখানেও নাটক চরমে। সুপার ওভারও টাই হওয়ায় বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন হয় ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড (New Zealand vs England)। বিতর্কিত সেই ফাইনালের পর আরও একটা ওডিআই বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। এ বার আয়োজক দেশ ভারত। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা আইসিসি ওডিআই বিশ্বকাপের সূচনা হচ্ছে ২০১৯ সালের দুই ফাইনালিস্ট টিমকে নিয়ে। খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছে ইংল্যান্ড। কিউয়িদের চোখে প্রতিশোধের আগুন। ২০২৩ বিশ্বকাপের সূচনাতেই এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন। গতবারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান অবসর নিয়েছেন। ২০২৩ ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ড খেলবে জস বাটলারের নেতৃত্বে। খেতাব ধরে রাখার গুরু দায়িত্ব তাঁর উপর। আজ, মঙ্গলবার ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অধিনায়ক বলেছেন, “পুরনো শত্রু নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। সাদা বলের ক্রিকেটে এটি শৃঙ্গজয়ের মতো। ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে পারলে ইংল্যান্ডের ক্রিকেটের জন্য অসাধারণ এক পাওনা হবে।”

তিনি আরও বলেন, “২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি হবে এই ম্যাচ। ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে খেলা সবসময়ই উত্তেজনার। হাই-ক্লাস এনকাউন্টার। আমেদাবাদে ক্রিকেট ফ্যানদের সামনে উদ্বোধনী ম্যাচে সেটাই আশা করছি। বিশ্বকাপ খেলতে আমরা মুখিয়ে।” রাউন্ড রবিন ফরম্যাটে মোট ১০টি দল ৪৫ দিন ধরে ৪৫টি লিগ ম্যাচ খেলবে। মোট ৪৮টি ম্যাচ। ছয়টি ম্যাচ শুরু হবে সকাল ১০.৩০ থেকে। এরপর নকআউট পর্যন্ত দুপুর দুটো থেকে শুরু হবে ম্যাচ। আটটি দল নির্ধারিত হয়ে গিয়েছে। বাকি দুটি দলের জন্য জিম্বাবোয়েতে চলছে বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্ট।

Next Article