IPL 2022: ঋতুরাজ-দীপক খেলবেন আসন্ন আইপিএলে? কী বললেন চেন্নাইয়ের সিইও?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 14, 2022 | 2:14 PM

আর ১১ দিন পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার আগে কিন্তু স্বস্তিতে নেই ইয়েলোব্রিগেড।

IPL 2022: ঋতুরাজ-দীপক খেলবেন আসন্ন আইপিএলে? কী বললেন চেন্নাইয়ের সিইও?
IPL 2022: ঋতুরাজ-দীপক খেলবেন আসন্ন আইপিএলে? কী বললেন চেন্নাইয়ের সিইও?

Follow Us

নয়াদিল্লি: আর ১১ দিন পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার আগে কিন্তু স্বস্তিতে নেই ইয়েলোব্রিগেড। কারণ তীব্র লড়াই করে যে ক্রিকেটারকে আইপিএলের মেগা নিলাম থেকে কিনেছিল ধোনির চেন্নাই, সেই দীপক চাহার (Deepak Chahar) চোটের কারণে এখনও এনসিতে রয়েছেন। চলছে তাঁর রিহ্যাব প্রক্রিয়া। পাশাপাশি দলের তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড়ও (Ruturaj Gaikwad) রিহ্যাব কাটাচ্ছেন এনসিএতে। এই মুহূর্তে সুরাটে ধোনিদের প্রস্তুতি শিবির চলছে। সিএসকের টিম ম্যানেজমেন্ট দলের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের ফিটনেস আপডেট পাওয়ার অপেক্ষায় রয়েছে।

হাতের চোটের জন্য আপাতত এনসিতে রয়েছেন ঋতুরাজ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হোম সিরিজে ওয়ান ডে ও টি-টোয়েন্টি টিমে ছিলেন চাহার। কিন্তু তৃতীয় ওয়ান ডে ম্যাচের সময়ই কোয়াসেপ টিয়ার হয়েছিল তাঁর। চোটের কারণেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তখন থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল ডান হাতি অলরাউন্ডারকে নিয়ে। তাঁর চোটের স্ক্যান করার পরই বলা হয়েছিল অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। কিন্তু চলতি বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে চাহার চাইছেন না অস্ত্রোপচার করাতে। ফলে আশঙ্কা রয়েছে, চাহার আইপিএলের প্রথম পর্বে নাও ফিট হয়ে উঠতে পারেন।

আসন্ন আইপিএলে ঋতুরাজ ও দীপক খেলবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন বলেন, “আমরা ওদের বর্তমান ফিটনেস অবস্থার ব্যাপারে জানি না। এবং তাই ওরা কখন দলে যোগ দেবে সেটা বলাও মুশকিল। অবশ্যই, বিসিসিআই আমাদের বলেছে যে একবার ওরা ম্যাচ ফিট হয়ে গেলে, তারা আমাদের জানিয়ে দেবে। ওরা বর্তমানে এনসিএতে আছে।”

বিভিন্ন ভাবে চোট পাওয়া সমস্ত ভারতীয় প্লেয়ারদের এখন এনসিএ-তে থাকতে হবে। এবং তাঁদের রিহ্যাব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে বিভিন্ন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ন হলে ছাড়পত্র পাবেন তাঁরা।

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।

সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।

আরও পড়ুন: IND vs SL 2nd Test Day 3 Live: তৃতীয় দিনই গোলাপি বল টেস্ট জেতার অপেক্ষায় ভারত

আরও পড়ুন: India vs Sri Lanka: জাডেজাতে মুগ্ধ কপিল দেব

আরও পড়ুন: IPL 2022: আরসিবির নতুন ক্যাপ্টেন হয়ে কোহলিকে নিয়ে কী বললেন ডু’প্লেসি?

Next Article