IND vs SL 2nd Test Day 3 Highlights: গোলাপি বল টেস্ট রোহিতদের পকেটে, শ্রীলঙ্কাকে টেস্টেও হোয়াইটওয়াশ করল ভারত

| Edited By: | Updated on: Mar 14, 2022 | 6:26 PM

India vs Sri Lanka 2nd Test Day 3 Live Score: বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা।

IND vs SL 2nd Test Day 3 Highlights: গোলাপি বল টেস্ট রোহিতদের পকেটে, শ্রীলঙ্কাকে টেস্টেও হোয়াইটওয়াশ করল ভারত
বেঙ্গালুরুতে নজরে ভারত-শ্রীলঙ্কার দিনরাতের টেস্ট

বেঙ্গালুরু: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাউসফুল গ্যালারিতে শেষ হল ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) গোলাপি বল টেস্ট। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিনরাতের টেস্টের প্রথম দিন ২৫২ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের তৃতীয় সেশনে মাঠে নামেন লঙ্কানরা। দ্বিতীয় দিন ১০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এর পর ব্যাটিংয়ে নেমে পড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা। দ্বিতীয় দিনের শেষে ব্যাটিংয়ে নেমে যায় শ্রীলঙ্কা। শুরুতেই এক উইকেট হারিয়ে ফেলে। গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা ছিল ২৮/১ রানে। তৃতীয় দিন ২০৮ রানে থেমে যায় লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। দুর্দান্ত শতরান করে যান শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। ২৩৮ রানে দ্বিতীয় টেস্ট জিতল রোহিতের ভারত। টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হল শ্রীলঙ্কা।

ভারতের নতুন ক্যাপ্টেন রোহিত অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। মোহালিতে বিরাট কোহলির কেরিয়ারের শততম টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত। আর তাতেও জিতেছিল টিম ইন্ডিয়া। তিন দিনে শেষ হয়ে যায় মোহালি টেস্ট। এক ইনিংসে ও ২২২ রানে প্রথম টেস্ট জেতে রোহিতের ভারত। এ বার তিন দিনের মাথায় শেষ হয়ে গেল বেঙ্গালুরু টেস্টও।

Key Events

এক নজরে দিনরাতের টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস

তৃতীয় দিনে ২০৮ রানে থেমে যায় লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। দুর্দান্ত শতরান করে যান শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। ২৩৮ রানে দ্বিতীয় টেস্ট জিতল রোহিতের ভারত। টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হল শ্রীলঙ্কা।

এক নজরে দিনরাতের টেস্টে ভারতের পারফরম্যান্স

দিনরাতের টেস্টের প্রথম দিন ২৫২ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের তৃতীয় সেশনে মাঠে নামেন লঙ্কানরা। দ্বিতীয় দিন ১০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এর পর ব্যাটিংয়ে নেমে পড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 14 Mar 2022 05:47 PM (IST)

    ২৩৮ রানে গোলাপি বল টেস্ট জিতল ভারত

    মোহালি টেস্টের মতো, বেঙ্গালুরু টেস্টও শেষ হয়ে গেল তিন দিনের মাথায়। ২৩৮ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে গোলাপি বল টেস্ট জিতল রোহিত শর্মার ভারত।

  • 14 Mar 2022 05:41 PM (IST)

    লকমল আউট

    সুরাঙ্গা লকমলের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। ১ রান করে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন লকমল।

  • 14 Mar 2022 05:37 PM (IST)

    এম্বুলডেনিয়া আউট

    লাসিথ এম্বুলডেনিয়ার উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন এম্বুলডেনিয়া।

  • 14 Mar 2022 05:32 PM (IST)

    করুণারত্নে আউট

    দিমুথ করুণারত্নের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। দুরন্ত ছন্দে থাকা করুণারত্নেকে ফিরিয়ে ভারতকে জয়ের আরও কাছে এনে দিলেন বুমরা।

  • 14 Mar 2022 05:19 PM (IST)

    ৫৫ ওভারে শ্রীলঙ্কা ২০০/৬

    ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২০০ রান। ক্রিজে করুণারত্নে ও এম্বুলডেনিয়া।

  • 14 Mar 2022 05:19 PM (IST)

    শ্রীলঙ্কার ২০০ রান

    ৫৪.৪ ওভারে শ্রীলঙ্কার দলগত ২০০ রান পূর্ণ হল।

  • 14 Mar 2022 05:17 PM (IST)

    করুণারত্নের সেঞ্চুরি

    বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।

  • 14 Mar 2022 05:00 PM (IST)

    ৫০ ওভারে শ্রীলঙ্কা ১৮২/৬

    ৫০ ওভারের খেলা শেষ। লঙ্কানরা এখনও অবধি ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৮২ রান। ক্রিজে দিমুখ করুণারত্নে ও লাসিথ এম্বুলডেনিয়া

  • 14 Mar 2022 04:59 PM (IST)

    আসালঙ্কা আউট

    চরিথ আসালঙ্কাকে ফেরালেন অক্ষর প্যাটেল। ছয় নম্বর উইকেট হারাল লঙ্কানরা।

  • 14 Mar 2022 04:43 PM (IST)

    ৪৫ ওভারে শ্রীলঙ্কা ১৬৫/৫

    দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 14 Mar 2022 04:34 PM (IST)

    ডিকওয়েলা আউট

    চা বিরতির পরই নিরোসান ডিকওয়েলার উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা। এখনও ম্যাচ জিততে শ্রীলঙ্কার চাই ২৮৭ রান। হাতে রয়েছে ৫টি উইকেট।

  • 14 Mar 2022 04:27 PM (IST)

    ৪০ ওভারে শ্রীলঙ্কা ১৫৭/৪

    দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে লঙ্কানরা।

  • 14 Mar 2022 04:25 PM (IST)

    তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু

    ক্রিজে ফিরলেন দিমুথ করুণারত্নে ও নিরোসান ডিকওয়েলা। শুরু হল তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা।

  • 14 Mar 2022 04:06 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৫১। তৃতীয় দিনের প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ব্যাক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে ও কুসল মেন্ডিস। যদিও হাফসেঞ্চুরি করার পরই মেন্ডিস রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। তবে এখনও ক্রিজে রয়েছেন করুণারত্নে। ৬৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন নিরোসান ডিকওয়েলা। তিনি ব্যাট করছেন ১০ রানে।

  • 14 Mar 2022 03:51 PM (IST)

    ৩৫ ওভারে শ্রীলঙ্কা ১৩১/৪

    ৪ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে লঙ্কানবাহিনী। ৩৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৩১/৪। ক্রিজে নিরোসান ডিকওয়েলা ও দিমুথ করুণারত্নে।

  • 14 Mar 2022 03:42 PM (IST)

    ক্যাপ্টেন করুণারত্নের হাফসেঞ্চুরি

    বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন করুণারত্নে।

  • 14 Mar 2022 03:27 PM (IST)

    ৩০ ওভারে শ্রীলঙ্কা ১১৪/৪

    প্রথম সেশনের খেলা চলছে। তৃতীয় দিন এখনও অবধি ৩টি উইকেট হারিয়ে ফেলেছে। একটি উইকেট শ্রীলঙ্কা হারিয়েছিল দ্বিতীয় দিনের শেষ বেলায়। ৩০ ওভারে লঙ্কানদের স্কোর ৪ উইকেটে ১১৪।

  • 14 Mar 2022 03:21 PM (IST)

    সিলভা আউট

    ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা।

  • 14 Mar 2022 03:09 PM (IST)

    ২৫ ওভারে শ্রীলঙ্কা ১০২/৩

    ক্রিজে দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা। ২৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১০২।

  • 14 Mar 2022 02:56 PM (IST)

    ম্যাথিউস আউট

    রবীন্দ্র জাডেজা তুলে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট। তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।

  • 14 Mar 2022 02:51 PM (IST)

    ২০ ওভারে শ্রীলঙ্কা ৯৮/২

    ২০ ওভারের খেলা শেষ। ক্রিজে করুণারত্নে ও মেন্ডিস। ২০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৯৮।

  • 14 Mar 2022 02:49 PM (IST)

    কুসল আউট

    হাফসেঞ্চুরির পরই প্যাভিলিয়নে ফিরতে হল কুসল মেন্ডিসকে। ৫৪ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিন ফেরালেন মেন্ডিসকে।

  • 14 Mar 2022 02:45 PM (IST)

    মেন্ডিসের হাফসেঞ্চুরি

    বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের এক ঘণ্টার মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন কুসল মেন্ডিস।

  • 14 Mar 2022 02:30 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ৭০/১

    দিনরাতের টেস্টের তৃতীয় দিনের প্রথম ইনিংসের খেলা চলছে। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে লঙ্কানরা।

  • 14 Mar 2022 02:11 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৪৭/১

    দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৪৭।

  • 14 Mar 2022 02:01 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু

    বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হল। ক্রিজে কুসল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে।

  • 14 Mar 2022 01:35 PM (IST)

    আর কিছুক্ষণ পর শুরু হবে তৃতীয় দিনের খেলা

    আর কিছুক্ষণ পর বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা।

  • 14 Mar 2022 01:01 PM (IST)

    বুম বুম বুমরা কামাল দেখা যাবে কি আজকের ম্যাচে?

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফরে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেটশিকারী বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের জশপ্রীত বুমরা। আজ কটি উইকেট পাবেন বুমরা? দেখতে হলে নজর রাখতে হবে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলায়।

Published On - Mar 14,2022 1:00 PM

Follow Us: