IND vs SL 2nd Test Day 3 Highlights: গোলাপি বল টেস্ট রোহিতদের পকেটে, শ্রীলঙ্কাকে টেস্টেও হোয়াইটওয়াশ করল ভারত
India vs Sri Lanka 2nd Test Day 3 Live Score: বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা।
বেঙ্গালুরু: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাউসফুল গ্যালারিতে শেষ হল ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) গোলাপি বল টেস্ট। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিনরাতের টেস্টের প্রথম দিন ২৫২ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের তৃতীয় সেশনে মাঠে নামেন লঙ্কানরা। দ্বিতীয় দিন ১০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এর পর ব্যাটিংয়ে নেমে পড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা। দ্বিতীয় দিনের শেষে ব্যাটিংয়ে নেমে যায় শ্রীলঙ্কা। শুরুতেই এক উইকেট হারিয়ে ফেলে। গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা ছিল ২৮/১ রানে। তৃতীয় দিন ২০৮ রানে থেমে যায় লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। দুর্দান্ত শতরান করে যান শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। ২৩৮ রানে দ্বিতীয় টেস্ট জিতল রোহিতের ভারত। টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হল শ্রীলঙ্কা।
ভারতের নতুন ক্যাপ্টেন রোহিত অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। মোহালিতে বিরাট কোহলির কেরিয়ারের শততম টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত। আর তাতেও জিতেছিল টিম ইন্ডিয়া। তিন দিনে শেষ হয়ে যায় মোহালি টেস্ট। এক ইনিংসে ও ২২২ রানে প্রথম টেস্ট জেতে রোহিতের ভারত। এ বার তিন দিনের মাথায় শেষ হয়ে গেল বেঙ্গালুরু টেস্টও।
Key Events
তৃতীয় দিনে ২০৮ রানে থেমে যায় লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। দুর্দান্ত শতরান করে যান শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। ২৩৮ রানে দ্বিতীয় টেস্ট জিতল রোহিতের ভারত। টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হল শ্রীলঙ্কা।
দিনরাতের টেস্টের প্রথম দিন ২৫২ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের তৃতীয় সেশনে মাঠে নামেন লঙ্কানরা। দ্বিতীয় দিন ১০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এর পর ব্যাটিংয়ে নেমে পড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা।
LIVE Cricket Score & Updates
-
২৩৮ রানে গোলাপি বল টেস্ট জিতল ভারত
মোহালি টেস্টের মতো, বেঙ্গালুরু টেস্টও শেষ হয়ে গেল তিন দিনের মাথায়। ২৩৮ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে গোলাপি বল টেস্ট জিতল রোহিত শর্মার ভারত।
That's that from the Chinnaswamy Stadium.#TeamIndia win the 2nd Test by 238 runs and win the series 2-0.@Paytm #INDvSL pic.twitter.com/k6PkVWcH09
— BCCI (@BCCI) March 14, 2022
-
লকমল আউট
সুরাঙ্গা লকমলের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। ১ রান করে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন লকমল।
-
-
এম্বুলডেনিয়া আউট
লাসিথ এম্বুলডেনিয়ার উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন এম্বুলডেনিয়া।
-
করুণারত্নে আউট
দিমুথ করুণারত্নের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। দুরন্ত ছন্দে থাকা করুণারত্নেকে ফিরিয়ে ভারতকে জয়ের আরও কাছে এনে দিলেন বুমরা।
-
৫৫ ওভারে শ্রীলঙ্কা ২০০/৬
৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২০০ রান। ক্রিজে করুণারত্নে ও এম্বুলডেনিয়া।
-
-
শ্রীলঙ্কার ২০০ রান
৫৪.৪ ওভারে শ্রীলঙ্কার দলগত ২০০ রান পূর্ণ হল।
-
করুণারত্নের সেঞ্চুরি
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।
-
৫০ ওভারে শ্রীলঙ্কা ১৮২/৬
৫০ ওভারের খেলা শেষ। লঙ্কানরা এখনও অবধি ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৮২ রান। ক্রিজে দিমুখ করুণারত্নে ও লাসিথ এম্বুলডেনিয়া
-
আসালঙ্কা আউট
চরিথ আসালঙ্কাকে ফেরালেন অক্ষর প্যাটেল। ছয় নম্বর উইকেট হারাল লঙ্কানরা।
-
৪৫ ওভারে শ্রীলঙ্কা ১৬৫/৫
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে শ্রীলঙ্কা।
-
ডিকওয়েলা আউট
চা বিরতির পরই নিরোসান ডিকওয়েলার উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা। এখনও ম্যাচ জিততে শ্রীলঙ্কার চাই ২৮৭ রান। হাতে রয়েছে ৫টি উইকেট।
-
৪০ ওভারে শ্রীলঙ্কা ১৫৭/৪
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে লঙ্কানরা।
-
তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু
ক্রিজে ফিরলেন দিমুথ করুণারত্নে ও নিরোসান ডিকওয়েলা। শুরু হল তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা।
-
চা বিরতি
চা বিরতিতে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৫১। তৃতীয় দিনের প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ব্যাক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে ও কুসল মেন্ডিস। যদিও হাফসেঞ্চুরি করার পরই মেন্ডিস রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। তবে এখনও ক্রিজে রয়েছেন করুণারত্নে। ৬৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন নিরোসান ডিকওয়েলা। তিনি ব্যাট করছেন ১০ রানে।
-
৩৫ ওভারে শ্রীলঙ্কা ১৩১/৪
৪ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে লঙ্কানবাহিনী। ৩৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৩১/৪। ক্রিজে নিরোসান ডিকওয়েলা ও দিমুথ করুণারত্নে।
-
ক্যাপ্টেন করুণারত্নের হাফসেঞ্চুরি
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন করুণারত্নে।
-
৩০ ওভারে শ্রীলঙ্কা ১১৪/৪
প্রথম সেশনের খেলা চলছে। তৃতীয় দিন এখনও অবধি ৩টি উইকেট হারিয়ে ফেলেছে। একটি উইকেট শ্রীলঙ্কা হারিয়েছিল দ্বিতীয় দিনের শেষ বেলায়। ৩০ ওভারে লঙ্কানদের স্কোর ৪ উইকেটে ১১৪।
-
সিলভা আউট
ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা।
-
২৫ ওভারে শ্রীলঙ্কা ১০২/৩
ক্রিজে দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা। ২৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১০২।
-
ম্যাথিউস আউট
রবীন্দ্র জাডেজা তুলে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট। তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
-
২০ ওভারে শ্রীলঙ্কা ৯৮/২
২০ ওভারের খেলা শেষ। ক্রিজে করুণারত্নে ও মেন্ডিস। ২০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৯৮।
-
কুসল আউট
হাফসেঞ্চুরির পরই প্যাভিলিয়নে ফিরতে হল কুসল মেন্ডিসকে। ৫৪ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিন ফেরালেন মেন্ডিসকে।
-
মেন্ডিসের হাফসেঞ্চুরি
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের এক ঘণ্টার মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন কুসল মেন্ডিস।
-
১৫ ওভারে শ্রীলঙ্কা ৭০/১
দিনরাতের টেস্টের তৃতীয় দিনের প্রথম ইনিংসের খেলা চলছে। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে লঙ্কানরা।
-
১০ ওভারে শ্রীলঙ্কা ৪৭/১
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৪৭।
-
তৃতীয় দিনের খেলা শুরু
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হল। ক্রিজে কুসল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে।
-
আর কিছুক্ষণ পর শুরু হবে তৃতীয় দিনের খেলা
আর কিছুক্ষণ পর বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা।
Hello and welcome to Day 3 of the 2nd Test.@Paytm #INDvSL pic.twitter.com/d6CKzoFdTz
— BCCI (@BCCI) March 14, 2022
-
বুম বুম বুমরা কামাল দেখা যাবে কি আজকের ম্যাচে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফরে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেটশিকারী বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের জশপ্রীত বুমরা। আজ কটি উইকেট পাবেন বুমরা? দেখতে হলে নজর রাখতে হবে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলায়।
You're currently looking at the highest wicket-taker (38) of ICC #WTC23! ?
How many more will @Jaspritbumrah93 take today? ?#BelieveInBlue | 2nd Paytm #INDvSL Test | Broadcast starts: 1:30 PM; Match starts: 2 PM | Star Sports 1/1HD/1Hindi/1HD Hindi/Disney+Hotstar pic.twitter.com/9OmLn46BbC
— Star Sports (@StarSportsIndia) March 14, 2022
Published On - Mar 14,2022 1:00 PM