IPL 2021: আইপিএলে কেমন থাকবে আবহাওয়া, কেমন হচ্ছে ২২ গজ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 19, 2021 | 4:38 PM

তিনটি শহরে খেলা। শারজা (Sharjha), আবু ধাবি (Abu Dhabi), দুবাই (Dubai)। তিন শহরের আবহাওয়ার দিকে তাকালে একটাই কমন ফ্যাক্টর। গরম। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি নিচে থাকার কোনও সম্ভাবনাই নেই। তাই গাম ঝড়বে ক্রিকেটারদের। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই গোটা টুর্নামেন্ট জুড়ে।

IPL 2021: আইপিএলে কেমন থাকবে আবহাওয়া, কেমন হচ্ছে ২২ গজ
আইপিএলে বল গড়ানোর অপেক্ষা। ছবি: টুইটার

Follow Us

দুবাই: কিছুক্ষণ পরই আরব দেশে (UAE) শুরু হচ্ছে আইপিএলে (IPL) দ্বিতীয় অংশ। খেলা শুরু আগে একবার চোখ রাখা যাক আরব দেশের আবহাওয়া (weather) ও তিনটি মাঠের পিচ রিপোর্টির (pitch report) দিকে।

তিনটি শহরে খেলা। শারজা (Sharjha), আবু ধাবি (Abu Dhabi), দুবাই (Dubai)। তিন শহরের আবহাওয়ার দিকে তাকালে একটাই কমন ফ্যাক্টর। গরম। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি নিচে থাকার কোনও সম্ভাবনাই নেই। তাই গাম ঝড়বে ক্রিকেটারদের। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই গোটা টুর্নামেন্ট জুড়ে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছেন, সেপ্টেম্বর-অক্টোবরে

শারজার তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দুবাইয়ের তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
৪০ ডিগ্রি সেলসিয়াসার আশেপাশে থাকবে আবু ধাবির তাপমাত্রা।

আরব দেশের ক্রিকেটের ইতিহাস বলে পেস বোলাররা বাড়তি সাহায্য পান। আবু ধাবি ও দুবাইয়ের বড় মাঠে বড় রান পাওয়া খুব একটা সহজ নয়। অন্যদিকে শারজার ছোট মাঠে বড় রান ওঠে সহজেই।

গত বছর যে আইপিএল হয়েছিল আরব দেশে তার পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে,

 

                 শারজা
প্রথম ইনিংসের গড় রান ১৪৯
দ্বিতীয় ইনিংসের গড় রান ১৩১
প্রথমে ব্যাটিং করা দলের জয় ৫টি ম্যাচে
প্রথমে বোলিং করা দলের জয় ৭টি ম্যাচে

 

 

              আবু ধাবি
প্রথম ইনিংসের গড় রান ১৪০
দ্বিতীয় ইনিংসের গড় রান ১২৯
প্রথমে ব্যাটিং করা দলের জয় ৮টি ম্যাচে
প্রথমে বোলিং করা দলের জয় ১২টি ম্যাচে
টাই একটি ম্যাচ

 

 

                  দুবাই
প্রথম ইনিংসের গড় রান ১৪৪
দ্বিতীয় ইনিংসের গড় রান ১২২
প্রথমে ব্যাটিং করা দলের জয় ১৪
প্রথমে বোলিং করা দলের জয় ৯
টাই তিনটি ম্যাচ

 

প্রথম পর্বে ভারতের মাটিতে যা ভাবে আইপিএল খেলার পরিকল্পনা সাজিয়েছিল দলগুলি এবার সেটা পাল্টে ফেলার পালা।

 

আরও পড়ুন: IPL 2021: আইপিএলে গ্যালারিতে ঢুকতে একাধিক নিয়ম

Next Article