শারজা: ভারতের (India) পর নিউজিল্যান্ড (New Zealand)। পাকিস্তান (Pakistan) টিম যেন চমক দেখানোর জন্যই নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)। বাবর আজমের টিম নিয়ে শুরুতে তেমন প্রত্যাশা ছিল না। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতার পর থেকে পুরো ছবিটাই পাল্টে গিয়েছে। বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার বলে ধরা হচ্ছে পাক টিমকে। ব্যাটিং-বোলিং ভারসাম্যের জন্যই একের পর এক সেরা টিমকে হারাচ্ছেন বাবর আজমরা (Babar Azam)।
মাস কয়েক আগে নিউজিল্যান্ড টিম শেষ মুহূর্তে সফর বাতিল করেছিল সন্ত্রাসবাদী হানার অজুহাতে। কিন্তু তার সপক্ষে কোনও তথ্যই দিতে পারেনি তারা। পাক সফর বাতিল করা নিয়ে তীব্র চাপের মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই দেশের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠে গিয়েছিল। নিউজিল্যান্ডের পরই ইংল্যান্ডও সফর বাতিল করে। ফলে এই ম্যাচ পাকিস্তানের কাছে অনেকটা বদলার মতোই ছিল। কেন উইলিয়ামসনের টিমের ১৩৪-৮-এর জবাবে কিছুটা চাপে পড়লেও অভিজ্ঞ শোয়েব মালিক খেলা ঘুরিয়ে দেন। ম্যাচ জেতার পর পাক ক্যাপ্টেন বাবর বলেছেন, ‘পর পর দুটো ম্যাচ জিতে যে আত্মবিশ্বাস পুরো টিম পেয়েছে, সেটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।’
দুরন্ত বোলিং করা হ্যারিস রউফ ম্যাচের সেরা হয়েছেন। বাবর যা নিয়ে স্পষ্ট বলেছেন, ‘বোলাররা যে ভাবে বোলিং করছে, বিশেষ করে শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, তাতে আমরা সবাই উচ্ছ্বসিত। তবে আমার মনে হয়, ১০টা রান আমরা বাড়তি দিয়েছি। তবে ক্রিকেটে সব কিছুই হতে পারে। রান তাড়া করতে নেমে আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম। কিন্তু শোয়েব মালিক আর আসিফ আলি যে ভাবে টিমকে জয়ের রাস্তা দেখিয়েছি, কৃতিত্ব ওদের দিতেই হবে।’
বহু দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আবার পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনেছে পাকিস্তান টিম। গ্রিম আর্মি যেন ম্যাচের পর ম্যাচ মাঠে নামছে জেতার জন্যই। এমন ক্রিকেটীয় দাপট দেখানোর কারণ হিসেবে প্রাক্তনরা পাল্টে যাওয়া মানসিকতাকেই তুলে ধরছেন। রউফের কথায়, ‘পুরো টিমই দারুণ ফিল্ডিং করছে। যে কারণে বোলাররা নিজেদের সেরাটাও দিতে পারছে। গত দু’বছর টিমের সঙ্গে খেলছি। আমরা কোনও ম্যাচ খেলার জন্য যখন মাঠে নামি, তখন কিন্তু একে অপরের পাশে থাকি। যে পরিকল্পনা নিয়ে নামি, সেটা যাতে কার্যকর করতে পারি, সবাই মিলে সে চেষ্টা করি।’
৪ উইকেট পাওয়া পাক বোলার নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত। তার থেকেও বেশি উচ্ছ্বাস তাঁর টিম দাপটের সঙ্গে জেতায়। দুটো কঠিন ম্যাচ, বিশেষ করে যাদের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছিল, তাদের বিরুদ্ধে জেতায় আত্মবিশ্বাস তুঙ্গে। বাকি তিনটে ম্যাচ ততটা কঠিন নয়। তবু বাবর হালকা নিতে নারাজ। আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ডের বিরুদ্ধে জেতার স্বপ্ন নিয়েই বাইশ গজে নামবে পাকিস্তান। বিশ্বকাপটা যেন এখন থেকেই মুঠোয় ধরার স্বপ্ন দেখতে শুরু করেছে বাবরের টিম।